• বন্যপ্রাণীর হামলায় জলপাইগুড়ির রাজগঞ্জে মৃত ১, জখম ২
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বন্যপ্রাণীর হামলায় মৃত জলপাইগুড়ির রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের ফুলাতিপাড়ার বাসিন্দা রাতিয়া ওরাওঁ (৫২)। তিনি বাড়ির পাশেই চা বাগানে কাজ করতে গিয়েছিলেন। তখনই তাঁকে আক্রমণ করে ওই বন্যপ্রাণীটি। একই সঙ্গে আরও দু’জনের উপর ঝাঁপিয়ে পড়ে সেটি। ফলে ওই দু’জনও জখম হয়েছেন। একজনের আঘাত কম হওয়ায় তাঁকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। বাকি রাতিয়া ও অপর এক জখমকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানেই গতকাল, বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় রাতিয়া ওরাওঁয়ের। অপরজনের চিকিৎসা চলছে। বনদপ্তর ওই চা বাগান এলাকায় বন্যপ্রাণীটির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে। আজ, শুক্রবার জলপাইগুড়ি হাসপাতালের মর্গে মৃত রাতিয়ার দেহের ময়নাতদন্ত হবে। মৃত ও আহতরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, জখম বাকি দু’জন হলেন মোহন মাঝি এবং বাবলু ওরাওঁ।
  • Link to this news (বর্তমান)