ইডি বিরোধীদের কণ্ঠরোধ করছে আর ইসিআই সাধারণ মানুষকে হয়রান, তোপ অভিষেকের
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ইডি হোক কিংবা ইসিআই, সাধারণ মানুষ থেকে বিরোধী শিবির, সবাইকেই হয়রানি করছে। কেন্দ্রীয় এজেন্সি বিরোধী দলের নেতাদের হয়রান করছে, অপরদিকে এসআইআরের নাম করে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। আজ, শুক্রবার এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নদীয়ার তাহেরপুর থেকে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি, এদিনই বারুইপুরের সভার মতো ভোটার লিস্টে মৃত দেখানো জীবিত ব্যক্তিদের মঞ্চে তুলে, বিঁধলেন মুখ্য নির্বাচনি কমিশনার জ্ঞানেশ কুমারকে।অভিষেক এদিন বলেন, ‘হাঁটতে পারেন না, ৮০-৮৫ বছর বয়স। তাঁদেরও শুনানিতে ডেকে পাঠিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সাধারণ মানুষদের হয়রানি করছে। ইডি বিরোধীদের কণ্ঠরোধ করছে। এই ভোট নির্বাচিত করার নয়, জবাব দেওয়ার ভোট। ভাবছে একদিকে ইডি আর অন্যদিকে ইসিআই লাগিয়ে আমাদের পরাস্ত করবে। তুমি সব লাগিয়ে দাও। বাংলা দিল্লির জমিদারদের কাছে মাথানত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে তৈরি হননি।’ পাশাপাশি এদিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে আক্রমণ করতেও ছাড়েননি অভিষেক।তিনি বলেছেন, ‘মানুষ হয়রান হচ্ছে। আর শান্তনু ঠাকুর লন্ডন ঘুরছে। কোনওদিন মানুষের পাশে থাকেনি। করোনা থেকে এসআইআর, কোনও সময়ে তাঁকে দেখা যায়নি। নদীয়ার ১৭টি আসনের মধ্যে ১৭টিই চাই। ২০১১ সালে এই নদীয়া অগ্রণী ভূমিকা নিয়েছিল। আবার আপনাদের পাশে চাই। মতুয়াদের নাগরিকত্ব দেবে বলছিল। এখন কাগজ চাইছে। নদীয়া জিতলেই বাংলা জিতবে।’