• গবাদি পশুর মৃতদেহ পাচারকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসতের নেতাজিপল্লী, রাস্তা অবরোধ
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: জাতীয় সড়কে গবাদি পশুর মৃতদেহ রেখে অবরোধ। দীর্ঘক্ষণ ধরে স্তব্ধ  হল যান চলাচল। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারাসত নেতাজিপল্লী এলাকায়। কিন্তু কেন এই অবরোধ? বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকা থেকে গবাদি পশু নিখোঁজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বহু খোঁজাখুঁজির পরও গবাদি পশু কিংবা তার মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় একইভাবে এলাকাবাসীদের একাংশ নিখোঁজ একটি গবাদি পশু খুঁজতে বের হন। খোঁজাখুঁজি করতে করতে বারাসত কালীবাড়ি এলাকার একটি মাঠে পৌঁছোলে তারা দেখে বেশ কয়েকজন যুবক মিলে একটি গবাদি পশুর মৃতদেহ গাড়িতে তোলার চেষ্টা করছে। সে সময় তাদের আটকাতে গেলে গাড়ি নিয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়।এলাকাবাসীদের হাতে ধরা পড়ে দুই যুবক। এদিকে নিখোঁজ গবাদি পশুর মালিকদের মধ্যে একজন দাবি করেন ওই মৃত পশুটি তাঁর। ধৃত দুই যুবককে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করে এলাকাবাসীরা। তখনই তারা বলে ৩০০ টাকার বিনিময়ে এই মৃত গবাদি পশুটি নিয়ে যেতে এসেছিলেন তারা। এরপরই বিক্ষুব্ধ জনতা ওই দুই যুবককে মারধর করে। ঘটনার খবর পেয়ে পৌঁছোয় দত্তপুকুর থানার পুলিশ। ওই দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসতে গেলে পুলিশের গাড়ি আটকেও শুরু হয় বিক্ষোভ। এলাকাবাসীদের দাবি এটি একটি গ্যাং। যারা বিষ খাইয়ে গৃহপালিত পশুদের মেরে ফেলে পাচার করছে। পুলিশের গাড়ি থেকে ওই দুই যুবককে নামিয়ে ফের মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের শাস্তি ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে।মৃত গৃহপালিত পশুটির মরদেহ রাস্তায় রেখেই টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ঘণ্টাখানেকের অবরোধের পর ঘটনাস্থলে এসে পৌঁছোয় এসডিপিও বারাসতের নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। পুলিশি আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে গবাদি পশুটির মৃতদহে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। বারাসাত পশু চিকিৎসা কেন্দ্রে ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই যুবক আদপে পাচারকারী। নাম নাজমুল হোসেন ও নিজামুদ্দিন। বারাসত কাজীপাড়া এলাকার বাসিন্দা তারা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)