• আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টে আপাতত মুলতুবি
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকের আইপ্যাক দপ্তর এবং লাউডন স্ট্রিটে ভোটকুশলি সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। ইডির তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান এবং ফাইল, নথিপত্র বার করে আনেন। এমনটাই অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই কারণে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ইডিও হাইকোর্টে মামলা দায়ের করে। আজ, শুক্রবার বেলা আড়াইটে থেকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই কারণে আদালত চত্বরে ভিড় বাড়ছিল সকাল থেকেই। এজলাসে মামলা শুনতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।দুপুর ২টোর পরে এজলাসে পৌঁছোন বিচারপতি ঘোষ। কিন্তু ভিড়ের কারণে তিনি শুনানি শুরুই করতে পারেননি। এজলাস খালি করার জন্য ইন্টার্ন আইনজীবীদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ। পাঁচ মিনিট সময়ও দিয়েছিলেন। কিন্তু কারা থাকবেন, কারা বেরোবেন, তা নিয়ে বচসা শুরু হয় আইনজীবীদের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় বিস্তর। এর পরেই বিরক্ত হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি। ১৪ জানুয়ারি পর্যন্ত আইপ্যাক সংক্রান্ত মামলা দু’টির শুনানি তিনি মুলতুবি করে দিয়েছেন। যদিও ইডি তাদের দায়ের করা মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয়েছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আর্জি মঞ্জুর হয়নি। 
  • Link to this news (বর্তমান)