যোগীরাজ্যে শিল্পের জোয়ার, দেশের ইলেকট্রনিক্স হাব হয়ে উঠছে উত্তরপ্রদেশ
প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৬
হেমন্ত মৈথিল, লখনউ: ভারতের শিল্প মানচিত্রে নিজেদের অবস্থান দ্রুত বদলে ফেলছে উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বে রাজ্যটি এখন দেশের অন্যতম প্রধান ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব। কেন্দ্রীয় সরকারের ‘ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম’ (ECMS)-এর তৃতীয় পর্যায়ে দেশজুড়ে ২২টি প্রকল্পের অনুমোদন মিলেছে। তার মধ্যে উত্তরপ্রদেশ একাই পেয়েছে চারটি বড় প্রকল্প।
কেন্দ্রীয় এই প্রকল্পের আওতায় থাকা ১১টি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম। এই উদ্যোগের ফলে দেশজুড়ে প্রায় ৪১,৮৬৩ কোটি টাকার বিনিয়োগ আসবে। তৈরি হবে ৩৩,৭৯১টি প্রত্যক্ষ কর্মসংস্থান। যার একটি বড় সুফল ভোগ করবে উত্তরপ্রদেশের অর্থনীতি ও কর্মপ্রার্থী যুবসমাজ।
প্রশাসন সূত্রে খবর, গত কয়েক বছরে উত্তরপ্রদেশে বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ২০১৭ সালের ‘ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং পলিসি’ এবং ২০২৫ সালের ‘ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং পলিসি’ বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। স্বচ্ছ প্রশাসন, উন্নত আইন-শৃঙ্খলা এবং পরিকাঠামোর আমূল পরিবর্তন এই রাজ্যকে হাই-টেক শিল্পের গন্তব্য হিসেবে গড়ে তুলেছে।
বর্তমানে ভারত তথা বিশ্বের অন্যতম বড় মোবাইল উৎপাদন কেন্দ্র এখন উত্তরপ্রদেশ। দেশের মোট স্মার্টফোন উৎপাদনের ৫৫ শতাংশ এবং মোবাইল যন্ত্রাংশের ৬০ শতাংশই এখন এই রাজ্যে তৈরি হয়। ডিসপ্লে মডিউল, লিথিয়াম-আয়ন সেল এবং পিসিবি-র মতো গুরুত্বপূর্ণ সরঞ্জাম এখন বাইরে থেকে আমদানির বদলে উত্তরপ্রদেশেই উৎপাদিত হচ্ছে।
বর্তমানে এই রাজ্যে স্যামসাং, ভিভো, ওপ্পো, লাভা, হাইয়ার এবং এলজি-র মতো ২০০টিরও বেশি সংস্থা কাজ করছে। সেই সঙ্গে হলিটেক, ট্রানশান এবং সানওয়াডার মতো যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থাও এখানে ডেরা বেঁধেছে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে যোগী সরকারের এই সক্রিয় পদক্ষেপ বিশ্বমানের ব্র্যান্ডগুলিকে উত্তরপ্রদেশের দিকে টেনে আনছে। শিল্প মহলের মতে, যোগী-রাজ্যের এই ভোলবদল দেশের সামগ্রিক অর্থনীতিকেও নতুন অক্সিজেন জোগাবে।