• ভূত তাড়াতে যুবককে বেঁধে আগুনের ছ্যাঁকা ওঝার! তীব্র চাঞ্চল্য কালনায়
    প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৬
  • অভিষেক চৌধুরী, কালনা: অনেক আগে মৃত্যু হয়েছিল বাড়ির এক সদস্যের। কিন্তু কোনও কারণে তাঁর পিণ্ড দেওয়া হয়নি। ওই মৃত ব্যক্তি নাকি এখন ভূত হয়ে দাপিয়ে বেড়াচ্ছে! এখানেই শেষ নয়, সেই ভূতই নাকি এখন বাড়ির এক যুবকের উপর ভর করেছে! এমনই গুঞ্জন ছড়িয়ে পড়তেই ‘মধ্যযুগীয় বর্বরতা’ কালনায়। ভূত তাড়াতে ওই যুবকের হাতে-পায়ে দড়ি বেঁধে গায়ে দেওয়া হল আগুনের ছ্যাঁকা। ওঝার কথায় যুবকের উপর অত্যাচারের এসব ছবি ভাইরাল হতেই কালনার তালা গ্রামের ঘটনায় চোখ কপালে উঠেছে অনেকের। আজকের বিজ্ঞানমনস্ক যুগেও এহেন কুসংস্কার ও অন্ধবিশ্বাসের জেরে অকথ্য অত্যাচারের নিন্দায় সরব তাঁরা। গ্রামেরই এক মহিলা ওঝার বিরুদ্ধে বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সেও পলাতক। গ্রামবাসীদের বুঝিয়ে এসব রুখতে তৎপর বিজ্ঞান মঞ্চ।

    কালনা ২ ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রাম। এখানকার বছর বাইশের এক যুবককে হাতে-পায়ে দড়ি বেঁধে, গায়ে দেওয়া হচ্ছে আগুনের ছ্যাঁকা। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে বাঁচার জন্য আর্তনাদ করে উঠছে সে। কিন্তু ‘ভূতে ভর করা’ ওই যুবককে বাঁচাতে এগিয়ে যাচ্ছেন না কেউ। ভূত ছাড়াতে ঘরের মধ্যে কাপড়ের আড়ালে গত দু-দিন ধরে চলছে অকথ্য এই অত্যাচার। সেসব ছবি ভাইরাল হয়ে গিয়েছে। গ্রামেরই এক মহিলা ওঝার এই কাণ্ডে হতবাক ওই এলাকার আধুনিকমনস্ক মানুষজন। কিন্তু তাতে কী? ওই যুবকের মায়ের দাবিতেই হতবাক সকলে। তিনি জানাচ্ছেন, অনেকদিন আগে বাড়ির এক সদস্যের মৃত্যু হয়েছিল। কিন্তু পিণ্ড দেওয়া হয়নি। তাই তাঁর ছেলেকে ভূতে ধরেছে।

    গ্রামের মানুষজন এনিয়ে মুখ খুলতে চাননি। তবে ‘ভূতে ধরা’ যুবকের উপর এমন অত্যাচারের খবর বিজ্ঞান মঞ্চের কাছে পৌঁছতেই তারা তৎপর। কুসংস্কারের অত্যাচারের হাত থেকে ওই যুবককে বাঁচাতে পদক্ষেপ করেছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। কালনার বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার কার্ফা বলেন, “একবিংশ শতকে ভূতের অস্তিত্ব মানা যায় না। পুলিশ, প্রশাসন, পঞ্চায়েত, এলাকার সচেতন নাগরিকদের এমন ঘটনা রুখতে হবে। পুনরাবৃত্তি আটকাতে সচেতনতার প্রচার করতে হবে।”

    বিজ্ঞান মঞ্চ আরও জানিয়েছে, এর আগে ওই পঞ্চায়েত এলাকায় ২০২৫ সালের জানুয়ারি মাসে ভূতের আতঙ্কের বিরুদ্ধে সচেতনতার প্রচার চালানো হয়। সেসময় বৈদ্যপুর রথতলা এলাকায় ভূতের আতঙ্কে দরজা-জানালা বন্ধ করে এলাকার মানুষজন গৃহবন্দি হয়ে পড়লেও সচেতনতার প্রচার চালানোয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
  • Link to this news (প্রতিদিন)