• হুমকি ইমেলকে ডোন্ট কেয়ার! নামমাত্র নিরাপত্তায় ডেকার্স লেনে প্রাতঃরাশ রাজ্যপালের
    প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুমকি ইমেলকে ডোন্ট কেয়ার! শুক্রবার সকালে নামমাত্র নিরাপত্তা নিয়েই খাস কলকাতার ডেকার্স লেনে হাজির হলের খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। এদিন সকালে বিখ্যাত চিত্তবাবুর দোকানে প্রাতঃরাশ সারেন তিনি। এরপর ডেকার্স লেনের ব্যবসায়ীদের উপহার দেন চকোলেটও।  অর্থাৎ পথে নেমে তিনি বুঝিয়ে দিলেন, এভাবে তাঁকে ভয় দেখানো বা দমিয়ে রাখা যাবে না।
  • Link to this news (প্রতিদিন)