জলে ঠায় দাঁড়িয়ে আলিপুর চিড়িয়াখানার জলহস্তী! প্রায় ৩ সপ্তাহ পর স্পষ্ট কারণ
প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৬
নিরুফা খাতুন: পায়ের বল হারিয়েছে জলহস্তীর। স্নায়ুরোগে আক্রান্ত আলিপুর চিড়িয়াখানার বছর চারেকের পুরুষ জলহস্তীটি। স্নায়ু কাজ না করায় হাঁটাচলাও বন্ধ হয়ে গিয়েছে তার। যে কারণে আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) প্রায় তিন সপ্তাহ ধরে জলবন্দি হয়ে রয়েছে সে। জলহস্তীর পায়ের বল ফেরাতে করা হচ্ছে ফিজিওথেরাপি। ইনফ্রারেড রে দিয়ে তার ফিজিওথেরাপি হচ্ছে। এই ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে তার স্নায়ুগুলিকে পুনরায় সজীব করে তোলা হচ্ছে বলে সূত্রের খবর।
আলিপুরে চার বছর বয়সি জলহস্তীটি ১৭ দিন ধরে ঠায় জলে পড়ে রয়েছে। জলে নড়াচড়া করতে পারছে না সে। তার নাকি স্নায়ুর সমস্যা রয়েছে। যে কারণে পায়ের বল হারিয়েছে। তার চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করেছে আলিপুর কর্তৃপক্ষ। আলিপুর পশু চিকিৎসকদের সঙ্গে বেলগাছিয়া প্রাণী হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি টিমে রয়েছে নন্দনকাননের চিকিৎসকরাও। নন্দনকানন থেকে ২০২৪ সালে এই জলহস্তীকে নিয়ে আসা হয়েছিল। এছাড়া রাঁচি ও মাইসুরু চিড়িয়াখানার চিকিৎসকরা রয়েছেন। জলহস্তীকে জল থেকে তুলে তার চিকিৎসার ব্যবস্থা করতে প্রথমে ক্রেন নিয়ে আসার কথা ভাবছিলেন বনকর্তারা। সেজন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছিল বলে খবর। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই মুহূর্তে ক্রেন নামাতে চাইছে না কর্তৃপক্ষ। বরং তার পায়ের বল ফেরাতে ফিজিওথেরাপির সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।
ইনফ্রারেড রে কী? পশু চিকিৎসকরা জানাচ্ছেন, এটা ফিজিওথেরাপির একটি অংশ। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা নার্ভকে সক্রিয় করে তোলে। মাংসপেশির যন্ত্রণা, জয়েন্ট পেনেও এই রেডিয়েশন ব্যবহার হয়। নার্ভাস টিস্যু বা ন্যাচরাল টিস্যু যেগুলি ব্রেন, মেরুদণ্ড, নার্ভগুলির সঙ্গে যুক্ত রশ্মির হিট দিয়ে সরাসরি ওই টিস্যুগুলিকে সক্রিয় করা যায়। মানুষ ও পশু সকলের ক্ষেত্রে এটি প্রয়োগ করা যায়। বেশ কিছুদিন ধরে এই থেরাপি করতে হয়। এর আগে আলিপুর চিড়িয়াখানায় এক সম্বর হরিণের উপর এই ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে সুফল পেয়েছিলেন চিকিৎসকরা। হরিণালয়েও একাধিক হরিণকে এই থেরাপি করা হয়েছিল। চিড়িয়াখানা সূত্রে খবর, এর আগে একটি সম্বর জলহস্তীর মতো হঠাৎ হাঁটাচলা বন্ধ করে দেয়। তারও স্নায়ুর সমস্যা ছিল। ইনফ্রারেড রে থেরাপি করে তার স্নায়ুগুলি সজীব করতে পুনরায় সম্বরটি পায়ের বল ফিরে পেয়েছিল। এক মাস তার এই থেরাপি চলেছিল। আলিপুর চিড়িয়াখানার মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক জানান, ইনফ্রারেড রে থেরাপি করে জলহস্তীর স্নায়ুগুলি সজীব করার চেষ্টা চলছে। এক্ষেত্রে কতদিন সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। তবে স্নায়ুগুলি সক্রিয় করা গেলে সে পুনরায় হাঁটাচলা করতে পারবে বলে আশা করা যাচ্ছে।