• ‘ওরা বাবাকে কেড়ে নিল’, SIR-এর শুনানিতে গিয়ে মৃত্যু বৃদ্ধের, কান্নায় ভেঙে পড়ল পরিবার
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৬
  • শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক বৃদ্ধের। মৃতের নাম মদন ঘোষ (৬৫)। SIR-এর শুনানিতে ডাকার পরে থেকেই তিনি আতঙ্কে ছিলেন বলে দাবি পরিবারের। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেতৃত্ব।

    শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বালি জগাছা ব্লক অফিসে শুনানিতে ডাকা হয়েছিল মদন ঘোষকে। সময়মতো হাজির হয়েছিলেন তিনি। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে কোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    মদনের মেয়ে বলেন, ‘বাবার সব ডকুমেন্ট রয়েছে। বহু বছর ধরে তিনি ভোট দিচ্ছেন। ২০০২ সালের তালিকাতেও নাম ছিল। এর পরেও তাঁকে শুনানি ডাকা হয়। শুনানিতে ডাকার পরে থেকেই বাবা খুব আতঙ্কে ছিল। এ সব নিয়ম বন্ধ করো। আমার বাবাকে ওরা কেড়ে নিল।’

    ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে যান হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং ডোমজুড় ব্লকের সভাপতি তাপস মাইতি-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তাপস বলেন, ‘ওঁর ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁকে শুনানিতে ডাকা হয়। আজ সাড়ে দশটা নাগাদ তিনি শুনানির জন্য লাইনে দাঁড়ান। তার পরেই তিনি মাথা ঘুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য পুরোপুরি দায়ী নির্বাচন কমিশন। বিজেপির সঙ্গে বোঝাপড়ার জন্য নির্বাচন কমিশন একের পর এক নির্দেশ দিচ্ছে। এতে সাধারণ মানুষ চাপে পড়ে যাচ্ছেন। তাতেই পর পর মৃত্যু ঘটছে।’

  • Link to this news (এই সময়)