• ‘প্রধানমন্ত্রী কথা রাখেননি...’, ঠাকুরবাড়িতে পুজো দিয়ে কী বললেন অভিষেক?
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৬
  • গত কয়েকমাস ধরেই  উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সিএএ সহায়তা শিবির চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অভিযোগ,  ১০০ টাকা দিয়ে মতুয়া কার্ড বিলি করা হচ্ছে সেখান থেকে। কিন্তু তাতেও লাভ হয়নি। বনগাঁ মহকুমায় ১ লক্ষ ২০ হাজার মতুয়া শুনানির নোটিস পেয়েছেন। শুক্রবার এই নিয়ে ঠাকুরনগর থেকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি তিনি বলে দিলেন, ‘মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো গদি ছাড়ো।’ প্রধানমন্ত্রী কথা রাখেননি বলেও তোপ দাগেন তিনি।

    অভিষেকের সফরের আগে হুমকির সুরে শান্তনু ঠাকুর বলেছিলেন, ‘ক্ষমতা দেখাতে এলে, ঠাকুরবাড়িতে পুজো দিতে দেবো না।’ এ দিন ঠাকুরবাড়িতে গিয়ে হরিচাঁদ, গুরুচাঁদের মন্দিরে পুজো দিয়ে কারও নাম না করে অভিষেক প্রথমেই সেই হুমকির জবাব দেন। সরাসরি বলে দেন, ‘এখানে আমার আসার অধিকার রয়েছে।’

    এ দিন অভিষেককে দেখার জন্য ঠাকুরবাড়িতে উপচে পড়া ভিড় ছিল। উঠছিল স্লোগান। তার মাঝে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ২০২৩-এ নবজোয়ারের কথা মনে করালেন অভিষেক। বললেন, ‘সেই সময়ে আমাকে আটকেছিল। ঠাকুরকে বলেছিলাম, তুমি দেখো। যে আটকেছিল সে নিজের পঞ্চায়েতেই হেরেছে।’

    ঠাকুরবাড়ি থেকে কোনও রকম রাজনৈতিক কথা বলতে চাননি অভিষেক। তবে SIR-এ খসড়া তালিকায় বিশাল সংখ্যক মতুয়াদের বাদ পড়া নিয়ে তিনি চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘যারা মতুয়াদের ভোটে জিতে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন, তাঁরা কোনও দিন সাধারণ মানুষের পাশে দাঁড়াননি। তাঁরাই বলছেন, ১ লক্ষ নাম বাদ গেলে যাবে। এটা তো তাঁদেরই মুখের কথা।’

    মতুয়াদের আবেগ নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও এ দিন অভিযোগ করেন অভিষেক। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কথা রাখেননি বলে অভিযোগ তাঁর। অভিষেক বলেন, ‘বনগাঁয় সভা করতে এসে NH12-এ বড়জাগুলিয়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনও হয়নি। এইমস এখনও পর্যন্ত পুরোপুরি কার্যক্ষম নয়।’

    তৃণমূল জমানায় ঠাকুরনগরের উন্নয়নের প্রসঙ্গে অভিষেক বলেন, ‘ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন, হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট তৈরি, আমাদের সরকারের আমলে হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কোনও কথা রাখেননি।’

  • Link to this news (এই সময়)