তেলের ট্যাঙ্কারে আগুন। রাস্তার উপরে দাউদাউ করে জ্বলছে তেলের ট্যাঙ্কার। সেই আগুন ছড়িয়ে পড়ল রাস্তাতেও। সেই আগুনে ক্ষতিগ্রস্ত হয় আরও পাঁচটি গাড়ি। শুক্রবার রাতে ভয়াবহ ঘটনা হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত ধূলাগড়ে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
ধূলাগড়ের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে রাত সাড়ে ন’টা নাগাদ একটি পেট্রল পাম্পের কাছেই দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে রাস্তায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার কারণে আশেপাশের চারটি চার চাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশেই পার্কিংয়ে থাকা একটি ফাঁকা বাসেও আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাসটি।
ঘটনাস্থলে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই অগ্নিকাণ্ডের জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাটি বলেন, ‘তেল ট্যাঙ্কার থেকে এই বিপত্তি। তবে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’