• দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ ৬৩ মাওবাদীর, মাথার দাম ছিল ১ কোটি ২০ লক্ষ টাকা
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • সুকমার পরে ছত্তিসগড়ের দান্তেওয়াড়া।

    বুধবার, সুকমা জেলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ২৬ জন মাওবাদী। আর, শুক্রবার, দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ করলেন ৬৩ জন মাওবাদী।

    দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে ১৮ জন মহিলা। এ দিন যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে ৩৬ জনের মাথার দাম ছিল ১ কোটি ১৯ লক্ষ টাকার বেশি।

    আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের জন্য ‘লোন ভারাতু’ এবং ‘পুনা মারগেম’ নামের দু'টি কর্মসূচি চালু হয়েছে। ‘পুনা মারগেম’ প্রকল্পের অধীনে এই মাওবাদীরা পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের সামনে আত্মসমর্পণ করেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

    পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীরা ছত্তিসগড়ের দক্ষিণ বস্তার, পশ্চিম বস্তার এবং মাড ডিভিশন এলাকা ছাড়াও ওডিশার সীমানা এলাকায় সক্রিয় ছিলেন।

    এ দিন যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে আছেন কালাহান্ডি এলাকা কমিটির সম্পাদক পাকলু ওরফে প্রদীপ ওইয়াম, ডিভিশনাল কমিটির সদস্য মোহন ওরফে আজাদ কাডটি এবং তাঁর স্ত্রী সুমিত্রা। আত্মসমর্পণকারীদের মধ্যে ৭ জনের নামের ৮ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এছাড়াও আরও ৭ জনের নামের ৫ লক্ষ টাকা করে এবং ৮ জনের নামে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

    পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ওই আত্মসমর্পণকারী মাওবাদীদের সরকারি নীতি মেনে পুনর্বাসন দেওয়া হবে।

    উল্লেখ্য, বুধবার, যে ২৬ জন মাওবাদী সুকমায় আত্মসমর্পণ করেন তাঁদের মধ্যে ১৩ জনের মাথার মোট দাম ছিল ৬৫ লক্ষ টাকা। ওই আত্মসমর্পণকারীরা সুকমা, অবুঝমাড় এবং ওডিশার সীমানা লাগোয়া এলাকার বিভিন্ন মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন।

    চলতি বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের পুরোপুরি নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। পুলিশ জানিয়েছে, গত বছরেই ছত্তিসগড়ে আত্মসমর্পণ করেছেন দেড় হাজারের বেশি মাওবাদী। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক জন শীর্ষ মাওবাদী নেতারও।

  • Link to this news (এই সময়)