• রাজ্যপালকে বোমা হামলার হুমকি
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  রাজ্যপালকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হেয়ার স্ট্রিট থানা মামলা নং ৭, তারিখ ৯ জানুয়ারি ২০২৬ অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৬১ ও ৩৫৩(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তের নাম সুব্রত দত্ত রায় (৬৮)। অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। হুমকির বিষয়টি কতটা গুরুতর এবং এর পেছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

    এই ঘটনার পর রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়া রুখতে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

    ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। আটক ব্যক্তি সুব্রত দত্ত রায় প্রকৃত অপরাধী কিনা, অথবা এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি কিংবা পরোক্ষভাবে যুক্ত কিনা, সে বিষয়ে এখনও পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি। জিজ্ঞাসাবাদের পরেই প্রকৃত অপরাধী কারা এবং এই ঘটনার সঙ্গে তাঁর কতটা যোগ রয়েছে, তা স্পষ্ট হবে।

    জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলা হবে কিনা এবং এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না। এমনটাই লালবাজারের পুলিশ সূত্রে জানা গেছে।
  • Link to this news (আজকাল)