৬৩ নকশাল নেতার আত্মসমর্পণ! মাওমুক্ত ভারত গড়া চূড়ান্ত করতে শাহী নজর পরিস্থিতির দিকে
প্রতিদিন | ১০ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে লাল সন্ত্রাসের বিরুদ্ধে ফের সাফল্য সরকারের। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় শুক্রবার ৬৩ জন নকশাল নেতা আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে ৩৬ জনের মাথার দাম মিলিতভাবে ১.১৯ কোটি টাকারও বেশি। এই সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর স্বরাষ্ট্রমন্ত্রক। নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্যে চরম পদক্ষেপ করার ভাবনা শুরু করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি নজর রাখবেন বলে জানা গিয়েছে।
দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই বলেন, ‘পুনঃ মার্গেম’ (পুনর্বাসন থেকে সমাজের মূল স্রোতে ফেরানো) উদ্যোগের আওতায় ১৮ জন মহিলা-সহ এই মাওবাদী ক্যাডাররা নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করে তাঁরা জানিয়েছেন, রাজ্য সরকারের আত্মসমর্পণ এবং পুনর্বাসন নীতিতে মুগ্ধ হয়েছেন তাঁরা। এরপরেই তাঁদের এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, এই মাওবাদীরা ছত্তিসগঢ়ের দক্ষিণ বস্তার বিভাগ, পশ্চিম বস্তার বিভাগ, মাদ বিভাগে এবং ওড়িশার সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় ছিলেন।
৭ জানুয়ারী, পার্শ্ববর্তী সুকমা জেলায় ২৬ জন নকশাল নেতা আত্মসমর্পণ করেন। ২০২৫ সালে রাজ্যে ১ হাজার ৫০০ জনেরও বেশি নকশাল নেতা আত্মসমর্পণ করেন। কেন্দ্রীয় সরকার ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার সংকল্প নিয়েছে। সেই লক্ষ্যে দ্রুত গতিতে এগোচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। মাওবাদী উপদ্রুত এলাকায় গ্রামে গ্রামে অভিযান চালিয়ে মাওবাদীদের নির্মূল করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপ্সহি অস্ত্র, আইইডি-র খোঁজেও তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে।
আধিকারিকদের মতে, জানুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন তথ্যের ভিত্তিতে মাওবাদীদের লুকিয়ে থাকার জায়গা চিহ্নিত করে এই মাসের মধ্যেই এই সমস্যার সম্পূর্ণ সমাধান করতে চাইছে নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে সাপ্তাহিক রিপোর্ট পাঠানো হচ্ছে। এই মাসেই ছত্তিসগড়ে আসতে পারেন অমিত শাহ। মাও-দমনের শেষ পদক্ষেপ খতিয়ে দেখবেন তিনি নিজে। ২০২৫ সালে ৩১৭ জন নকশাল নেতা-কর্মীকে নিকেশ করা হয়েছে। পাশাপাশি, ৮৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১ হাজার ৯৭৩ জন আত্মসমর্পণ করেছে।