রাম জন্মভূমিতে ফের খাবারের রাজনীতি! শুধু দোকান নয়, অনলাইনেও আমিষ বিক্রি বন্ধ
প্রতিদিন | ১০ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খাবার নিয়ে রাজনীতি গেরুয়া শিবিরের। শুক্রবার উত্তরপ্রদেশ সরকার নতুন নির্দেশ জারি করেছে। জানা গিয়েছে, অযোধ্যা ধাম এবং পঞ্চকোশী পরিক্রমার রাস্তায় আমিষ খাবার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি পুরো অঞ্চলজুড়ে ধর্মীয় এবং সাংস্কৃতিক পবিত্রতা রক্ষা করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা কেবল দোকান, হোটেল এবং রেস্তোরাঁয় খাবার বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জোমাটো, সুইগি এবং অন্যান্য অনলাইন ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে এই নির্দেশ। এর পাশাপাশি, গেস্টহাউস এবং হোমস্টে গুলিতেও আমিষ খাবার নিষিদ্ধ থাকবে।
এই সিদ্ধান্তের পর, রাজ্য প্রশাসন জানিয়েছে, এই আদেশে যাতে সব জায়গায় পালন করা হয় তার জন্য বিভিন্ন এলাকায় ক্রমাগত নজরদারি চালানো হবে। হোটেল এবং দোকানে আমিষ খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা আগেই ঘোষণা করা হয়েছিল। তবে, অনলাইনে আমিষ খাবার অর্ডার করার উপর আগে কোনও নিষেধাজ্ঞা ছিল না। রাজ্য প্রশাসন দাবি করেছে, এলাকার বাসিন্দাদের কাছ থেকে তারা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে। জানা গিয়েছে, পর্যটকরা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমিষ খাবার অর্ডার করছেন। এতে স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে অভিযোগ করা হয়েছে।
এই অভিযোগগুলি বিবেচনায় করে, উত্তরপ্রদেশ সরকার এই নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সহকারী খাদ্য কমিশনার মানিক চন্দ্র জানান সকলকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই নিয়ম না মানলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।