ক্ষেপণাস্ত্রে অর্জুনের নিশানা! শত্রু বিনালে অত্যাধুনিক প্রযুক্তি আনল DRDO
প্রতিদিন | ১০ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শব্দভেদী অস্ত্রের উন্নয়নে নয়া মাইলফলক ছুঁল ডিআরডিও। একটি দূরপাল্লার স্ক্র্যামজেট ইঞ্জিন সংক্রাম্ত দীর্ঘকালীন পরীক্ষায় সফল হয়েছে কেন্দ্রীয় সংস্থা। শব্দভেদী ক্রুজ মিসাইলের জন্য যাকে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি বলে মনে করা হচ্ছে।
হায়দরাবাদে ডিআরডিও-র একটি গুরুত্বপূর্ণ ল্যাবরেটরিতে ওই পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইঞ্জিনটি ১২ মিনিটেরও বেশি সময় টিকে ছিল বলে জানা গিয়েছে। এটা এক নতুন মাইলফলক বলেই মনে করা হচ্ছে।
এর আগে গত বছরের ২৫ এপ্রিল স্ক্র্যামজেট ইঞ্জিন নিয়ে প্রথম পরীক্ষাটি করা হয়েছিল। এরপর এদিনের পরীক্ষার সাফল্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কিন্তু ঠিক কী এই হাইপারসনিক ক্রুজ মিসাইল? শব্দের গতির পাঁচগুণ বেশি গতিতে অর্থাৎ ৬ হাজার ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি গতিবেগে দীর্ঘ সময় ওড়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক স্ক্র্যামজেট ইঞ্জিনের সাহায্যে দীর্ঘ সময় ধরে উড়ানের ক্ষেত্রে সাফল্য মিলবে বলেই এদিনের পরীক্ষায় সুস্পষ্ট ইঙ্গিত মিলল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সাফল্যে। তিনি জানিয়েছেন, এর ফলে ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইলের ক্ষেত্রে এক মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। তিনি এই মাইলফলক স্পর্শের জন্য ডিআরডিও-র বিজ্ঞানী থেকে শিল্প সহযোগীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রতিরক্ষা দপ্তরের সচিব ও ডিআরডিও-র চেয়ারম্যান সমীর ভি কামাতও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট টিমকে। জানিয়েছেন, অত্যাধুনিক হাইপারসনিক ক্রুজ মিসাইলের ক্ষেত্রে এর ফলে উল্লেখযোগ্য এক মাইলফলক স্পর্শ করল দেশ। এই যুগান্তকারী সাফল্য ভারতকে অত্যাধুনিক মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে একেবারে সামনের দিকে স্থাপন করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্য দেশগুলি দূরপাল্লার নির্ভুল হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে। সেই পরিস্থিতিতে ডিআরডিও-র এই সাফল্য সকলকে চমতে দিতে চলেছে তা বলাই যায়।