নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ দেশব্যাপী শুরু হচ্ছে কংগ্রেসের ‘মনরেগা বাঁচাও সংগ্রাম।’ চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পালটা প্রচারে নামছে কেন্দ্রীয় সরকারও। প্রধানমন্ত্রীর নির্দেশ, স্রেফ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানই নন। যখন যেখানে সুযোগ মিলবে, সব মন্ত্রীকেই নতুন আইনের পক্ষে প্রচার করতে হবে। সেই মতো আজ শনিবার কেন্দ্রীয় সরকারি ছুটির দিনেও সড়ক পরিবহণ রাষ্ট্রমন্ত্রী তথা দিল্লির সাংসদ হর্ষ মালহোত্রা মন্ত্রকে বসে প্রচার করবেন।
এদিকে, সোমনাথ মন্দিরের হাজার বছরের অনুষ্ঠানে যোগ দিতে গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগেই দিল্লিতে গুজরাত সরকারের দুর্নীতির অভিযোগ তুলে সরব হল কংগ্রেস। অভিযোগ উঠল প্রধানমন্ত্রীর সহোদর পঙ্কজ মোদির নামে। ২৪ আকবর রোডে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের রাজ্যসভার সদস্য তথা গুজরাতের প্রাক্তন বিরোধী দলনেতা শক্তিসিং গোহিল অভিযোগ করলেন, যোগ্যতা না থাকলেও পঙ্কজ মোদিকে গুজরাতে সরকারে ক্রমশ পদোন্নতি দেওয়া হয়েছে। অবসর নেওয়ার পরেও সর্দার বল্লভভাই প্যাটেলে সার্ধ্বশতবর্ষের ট্যাবলো কমিটির প্রধান পর্যবেক্ষক করা হয়েছে। প্রতিদিন সরকারি কোষাগার থেকে তাঁর জন্য যাচ্ছে ১০ হাজার টাকা। বিশেষজ্ঞ না হলেও কেন পঙ্কজ মোদিকে ওই পদ?
কটাক্ষের সুরে বলেন, গুজরাতে দলা তরওয়াড়ি নামে একজনের গল্প স্কুলে পড়ানো হয়। যেখানে সে নিজেই প্রচার করে আমি কিন্তু চুরি করি না। অথচ রোজ সেই চুরি করে। আমাদের প্রধানমন্ত্রীও তাই। মুখে বলেন, খানে নেহি দুঙ্গা। কিন্তু আসলে ব্যাপক চুরি হচ্ছে। দুর্নীতিতে ভরে গিয়েছে।