• পুরীর জগন্নাথ মন্দিরে পার্কিং ফি ৫০০! চাপের মুখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • পুরী: জগন্নাথ মন্দিরের গেস্টহাউসে আগত ভক্তদের গাড়ি রাখার জন্য ৫০০ টাকা পার্কিং ফি! শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এহেন ‘তুঘলকি’ পদক্ষেপের জন্য মন্দির কমিটির সমালোচনা শুরু করেছেন অনেকেই। অবিলম্বে এই নির্দেশিকা বাতিল করার দাবি তুলেছেন পুরীর বিজেডি বিধায়ক সুনীল কুমার মহান্তি। একই সুরে ওড়িশা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভক্তচরণ দাসও মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘এটা অত্যন্ত অনৈতিক পদক্ষেপ। সাধারণ ভক্তদের উপর অকারণ চাপ বাড়ানো ছাড়া আর কিছু নয়।’ রাজনীতিবিদদের পাশাপাশি এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাধারণ পর্যটকরাও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখেন, বিমানবন্দরে যেখানে মাত্র দেড়শো টাকায় গাড়ি রাখা যায়, সেখানে মন্দিরের ভক্ত নিবাসে ৫০০ টাকা ফি কখনওই মেনে নেওয়া যায় না। 

    লাগাতার চাপের মুখে ইতিমধ্যেই মন্দির কমিটির প্রধান অরবিন্দ পাধি ও পুরীর জেলাশাসক তথা মন্দিরের ডেপুটি প্রধান দিব্যজ্যোতি পারিদা পার্কিং ফি’র সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন। অন্যদিকে, স্থানীয় সাংসদ বিজেপির সম্বিত পাত্র এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন। তাঁর কথায়, ‘আমাদের সরকার সবসময় মানুষের ভালোর জন্যই কাজ করেছে। বিশেষ করে গরিব মানুষ যাতে উপকৃত হন।’ তবে বিজেপিশাসিত সেই পুরীতেই হঠাৎ করে মন্দিরে আগত ভক্তদের গাড়ি রাখার ফি কেন বাড়ানো হল, সেই উত্তর মেলেনি।
  • Link to this news (বর্তমান)