• জমির বদলে চাকরি: লালুপ্রসাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি ও পাটনা: দুর্নীতি মামলায় আবারও বেকায়দায় প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। জমির বদলে চাকরি মামলায় এবার আরজেডি সুপ্রিমো ও তাঁর পরিবারের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার শুনানি চলাকালীন বিশেষ বিচারক বিশাল গোগনে র পর্যবেক্ষণ, লালুপ্রসাদ রেলমন্ত্রককে ব্যক্তিগত জমিদারির মতো মতো ব্যবহার করে অপরাধমূলক কাজকর্ম চালিয়েছেন। রেলের আধিকারিক ও তাঁদের সঙ্গীদের ব্যবহার করেছে পুরো যাদব পরিবার। জমি দখলের জন্য সরকারি চাকরিকে দর কষাকষির হাতিয়ার বানানো হয়েছিল। সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্টে দেখা গিয়েছে, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। প্রাক্তন রেলমন্ত্রী নিজের পরিবারের সদস্যদের নিয়ে জমি দখলের জন্য অপরাধী চক্র হিসাবে কাজ করতেন। তাই অভিযুক্তদের মামলা থেকে রেহাই দেওয়ার আবেদন খারিজ করা হল।

    ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন লালুপ্রসাদ রেলে চাকরি দেওয়ার বদলে পরিবারের সদস্যদের নামে জমি হস্তান্তর করিয়ে নিতেন বলে অভিযোগ। মূলত পশ্চিম-মধ্য রেলেই এই দুর্নীতি হয়। এই মামলায় লালু ছাড়াও তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদবও অভিযুক্ত। সিবিআই চার্জশিটে মোট ১০৩ জনের নাম যুক্ত করেছিল। তাঁদের মধ্যে কয়েকজন ইতিপূর্বে মারা গিয়েছেন। এদিন আদালত মোট ৪১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। বাদ পড়েছে ৫২ জনের নাম। 

    আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিহারের এনডিএ সরকার। বিহার বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগি জানান, ‘যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের আইনের মুখোমুখি হতেই হবে। লালুপ্রসাদের পুরো পরিবার যে রাজনীতি ও অপরাধের সিন্ডিকেট চালাতেন, তা এদিন আদালতের নির্দেশে পরিষ্কার হয়ে গেল।’ জেডিইউ নেতা তথা বিহারের মন্ত্রী শ্রবণ কুমারও জানিয়েছেন, ‘সকলকেই আইন মেনে চলতে হবে। কেউ দোষ করলে তাকে শাস্তি পেতেই হবে।’ আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি অবশ্য এদিনও কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাঁর সাফ বক্তব্য, ‘এই মামলা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু লালুপ্রসাদ ও তাঁর পরিবারকে সমস্যায় ফেলার জন্য তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের নির্দেশে ফের তা চালু করেছে।’
  • Link to this news (বর্তমান)