দেরাদুন: রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি খুনে সিবিআই তদন্তের জন্য সুপারিশ করল উত্তরাখণ্ড সরকার। শুক্রবার এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, সিবিআই তদন্তের জন্য তাঁর কাছে আবেদন করেছিলেন অঙ্কিতার বাবা-মা। চিঠিতে তিনি লিখেছিলেন, তাঁর মেয়ের খুনে কোনও ভিআইপি জড়িত। তাঁর পরিচয় প্রকাশ্যে আসছে না। তাঁদের ইচ্ছাকে সম্মান জানিয়েই এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে তুলে দেওয়ার জন্য সুপারিশ করছেন। যদি আরও কেউ ঘটনায় জড়িত থাকে, তাহলে তা প্রকাশ্যে আসুক বলেও জানিয়েছেন ধামি। ২০২২ সালে পাউরি এলাকার একটি রিসর্টে রিসেপশনিস্ট হিসাবে কাজে যোগ দেন ১৯ বছরের অঙ্কিতা। কিন্তু চাকরির কয়েকদিনের মধ্যেই খুন হন তিনি। ঘটনায় দোষী সাব্যস্ত হয় রিসর্টের মালিক পুলকিত আর্য ও দুই ম্যানেজার। তাদের ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কিন্তু সম্প্রতি ঊর্মিলা সানাওয়ার নামে এক অভিনেত্রী দাবি করেন অঙ্কিতাকে খুনের পিছনে অনেক ‘ভিআইপি’ জড়িত। তাঁরা অনেকেই বিজেপির উঁচু পদে রয়েছে। তারপরেই নতুন করে অঙ্কিতা খুন নিয়ে চর্চা শুরু হয়। গত ৪ জানুয়ারি, অঙ্কিতার খুনে সিবিআই তদন্তের দাবিতে বিশাল র্যালিতে অংশ নিয়েছিল, কংগ্রেস, বাম সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল।
মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, উত্তরাখণ্ড সরকার সব সময়ই চায়, এই ধরনের ঘটনার স্বচ্ছ বিচার হোক। তাই ঘটনার পর সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়। খুনের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন। এক মহিলা আইপিএস অফিসার সিটের নেতৃত্ব দিয়েছিলেন। সিটের তদন্তের উপর ভিত্তি করেই তিন অপরাধী যাবজ্জীবন সাজা পেয়েছে।