• সিঙ্গল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে, বিজয়ের ছবির মুক্তি ঘিরে অনিশ্চয়তা
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • চেন্নাই: জট কাটল না। এখনই মুক্তি পাচ্ছে না তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জন নায়গান’। শুক্রবারই সিনেমাটির ‘রিলিজ’ হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতায় তা আটকে গিয়েছে। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পিটি আশা এদিন সেন্সর বোর্ডকে ছবিটিকে দ্রুত ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেন। ইউএ ১৬+ ক্যাটাগরিতে সেন্সর সার্টিফিকেট দিতে বলা হয়েছিল।  বিচারপতি বলেন, একবার সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত প্রযোজকদের জানিয়ে দিলে তারপর বিষয়টি রিভিউ কমিটিতে পাঠানোর কোনও ক্ষমতা নেই বোর্ডের চেয়ারপার্সনের। এক্ষেত্রে চেয়ারপার্সন এক্তিয়ার বহির্ভূতভাবে ক্ষমতা প্রয়োগ করেছেন। এরপরই বিজয়ের ছবি মুক্তি নিয়ে আশার আলো দেখা যায়। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যে এই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সিবিএফসি। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেয় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণিন্দর মোহন শ্রীবাস্তব ও বিচারপতি জি আরুল মুরুগানের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বিজয়ের ছবির ছাড়পত্র এখনই দিতে হচ্ছে না সিবিএফসিকে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এ আর এল সুন্দরসেন ও সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন। তাঁরা যুক্তি দেন, সেনাবাহিনী ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত কিছু দৃশ্য ও সংলাপ থাকায় এই ছবিকে মুক্তির ছাড়পত্র পুনর্বিবেচনা করার প্রয়োজন ছিল। সেই যুক্তি শোনার পরেই জারি হয় স্থগিতাদেশ। 

    রাজনৈতিক মহলে অবশ্য এ নিয়ে চর্চার অন্ত নেই। কয়েকদিন আগেই কারুর পদপিষ্ট মামলায় সিবিআই তলব করেছে বিজয়কে। এর মধ্যেই তাঁর কেরিয়ারের শেষ ছবি মুক্তি ঘিরে জটিলতা। প্রশ্ন উঠছে, বিজেপির পরিবর্তে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই কি বিজয়কে এই ‘খেসারত’ দিতে হচ্ছে?
  • Link to this news (বর্তমান)