যৌন নির্যাতনের অভিযোগে উত্তরপাড়ায় ধৃত যুবক, রাজনৈতিক পরিচয় ঘিরে চর্চা
বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যুবককে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনাকে ঘিরে নাগরিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সমাজমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দশম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়। পুলিশ ও নিগৃহীতার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দশমের ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে টিউশন পড়ে ফিরছিল। উত্তরপাড়ার একটি জায়গায় দু’জনে গল্প করছিল। সেই সময় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারী ও তার আরও দুই সঙ্গী ওই দু’জনকে ধরে। নাবালিকাকে, দীপঙ্কর তার গল্প করার ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। নিজেকে সিভিক পরিচয় দিয়ে দু’জনকেই থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযোগ, শেষপর্যন্ত একপ্রকার জোর করেই ওই নাবালিকার বন্ধুকে ভাগিয়ে দিয়ে তাকে একটি কারখানার অন্ধকার এলাকায় নিয়ে চলে যায়। বন্ধুর কাছে খবর পেয়ে নাবালিকার মা সেখানে গিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করে আনেন। রাতেই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, দীপঙ্কর সহ আরও দু’জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ হয়েছে। রাতেই উত্তরপাড়ার কাঁঠালবাগানের বাজার এলাকায় নিজের বাড়ি থেকে দীপঙ্করকে গ্রেপ্তার করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত। প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগের সুবাদে সেও প্রভাবশালী হিসেবে পরিচিত। যদিও বৃহস্পতিবার রাতের ঘটনা প্রকাশ্যে আসার পরেই ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে চর্চা শুরু হয়। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী অবশ্য ওই যুবকের তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকার কথা মানতে চাননি। তিনি বলেন, ওই যুবক দলের কোনও পদে নেই। সে আমাদের কর্মী, এমন কোনও তথ্য নেই। আইন তার নিজের পথে চলুক, এটুকুই বলতে চাই। ধৃত যুবক অবশ্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন।