• এসআইআর: প্রতিবাদে দিল্লি যাবেন মমতা
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপিকে জেতাতে এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এমনকি শুনানিতে ডেকে সমস্ত নথি নেওয়ার পরও তাঁদের খুঁজে পাওয়া যায়নি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। হাজরার সভা থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্র ও কমিশনের এই আঁতাতের জেরেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে শীঘ্রই দিল্লি যাওয়ার ডাক দিলেন তিনি। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বলেন, ‘কল্যাণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হল নির্বাচন কমিশনের অফিস। চলো লড়াই হবে। কলকাতা থেকে দিল্লি।’ গত শুক্রবার বারুইপুরে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ভ্যানিশ কুমার তৈরি থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন।’ এবার মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে শীঘ্রই তিনি দিল্লিতে গিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন। যাঁরা সাহসী তাঁদেরকে সঙ্গে যাওয়ার জন্য তৈরি হওয়ার আহ্বান জানান মমতা।
  • Link to this news (বর্তমান)