• ভোটজয়ের প্রার্থনা গোঁসাইয়ের, বুকে জড়িয়ে ধরলেন অভিষেক
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • কুন্তল পাল, বনগাঁ: শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিলেন। তাঁকে আশীর্বাদ করেন মতুয়া গোঁসাই। গোঁসাইকে বুকে জড়িয়ে ধরলেন অভিষেক। এভাবেই মতুয়ামন জয় করেন তিনি।

    এদিন সড়ক পথে বনগাঁ থেকে ঠাকুরবাড়ি আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রদায়ের রীতি মেনে গলায় গামছা পরিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। ঠাকুরবাড়ির মাটি ছুঁয়ে প্রথমেই হরিচাঁদ মন্দিরে যান তিনি। সেখানে পুজো দেন। এরপর পুজো দেন গুরুচাঁদ মন্দিরে। পরবর্তীতে বড়মার ঘরে আসেন। সেখানেই অভিষেককে বরণ করে নেন মমতা ঠাকুর। বড়মার মূর্তির সামনে প্রদীপ জ্বেলে প্রণাম করেন তৃণমূলের সেনাপতি। পায়ে ফুল দিয়ে প্রণাম করেন শান্তিমাতাদেবীকে। সেখানে  উপস্থিত ছিলেন পবিত্র গোঁসাই। তিনি গামছায় ঠাকুরের ফুল দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মন্ত্রপাঠ করে গোঁসাই বলেন, ‘তুমি জিতে যাবে।’ ওই ফুল মাথায় ঠেকিয়ে প্রণাম করেন অভিষেক। তাঁকে কাছে পেয়ে ঠাকুরবাড়ি এবং মতুয়াদের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন গোঁসাইরা। এই বিষয়ে  পবিত্র গোঁসাই বলেন, ‘আমরা তাঁর কাছে অনেক কিছু দাবি জানিয়েছি। তিনি পরে আমাদের ডেকে নেবেন বলেছেন।’

    এদিন মতুয়াদের পক্ষ থেকে অভিষেকের হাতে মতুয়া ধর্মগ্রন্থ তুলে দেওয়া হয়। তাঁকে উপহার দেওয়া হয় নলেনগুড়, কাঁচাগোল্লা, ফল, প্রসাদ প্রভৃতি। একটি লাকিবাম্বু গাছ উপহার দেন সংঘাধিপতি মমতা ঠাকুর। তিনি বলেন, ‘মতুয়ারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু দাবিদাওয়া জানিয়েছেন। তিনি বলেছেন পরবর্তীতে ডেকে নেবেন।’
  • Link to this news (বর্তমান)