• ৭ জেলায় আবাসনে ৬৯টি বুথ, কমিশনের সিদ্ধান্ত
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বহুতল ও আবাসনগুলিতে বুথ তৈরি নিয়ে নির্দেশ কার্যকর করা না গেলে বুথ বিন্যাসে ছাড়পত্র দেবে না কমিশন। আগেই জানিয়েছিল ইসিআই। এবার আবাসনগুলিতে বুথ তৈরির বিষয়টি কার্যকর করতে চলেছে মুখ্য নির্বাচনি আধিকারিকের (সিইও) দপ্তর। সাত জেলায় আবাসনগুলিতে মোট ৬৯টি বুথ তৈরি হবে। প্রতিটি আবাসনে বাসিন্দার সংখ্যা তিনশোর বেশি। 

    দক্ষিণ কলকাতায় দুটি, উত্তর কলকাতায় আটটি, দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি, উত্তর ২৪ পরগনায় ২২টি, হাওড়ায় চারটি, পূর্ব বর্ধমানে তিনটি এবং হুগলিতে পাঁচটি বহুতল আবাসনে ভোটকেন্দ্র হবে। কমিশন জানিয়েছে, বহুতল আবাসনের ভোটারদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত। তাদের আশা, দূরে গিয়ে ভোট দেওয়ার ভীতি এতে কমবে এবং ভোটার উপস্থিতিও বাড়বে। বুথ তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।  

    এর আগে বহুতলে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা নিয়ে জেলাশাসকদের সময় বেঁধে দিয়েছিল কমিশন। নতুন ভোটগ্রহণ কেন্দ্র তৈরিতে কেন মাত্র দুটি আবেদন জমা পড়ল, সেই প্রশ্নও উঠেছিল। কমিশনের তরফে রাজ্যের সিইও’কে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল, নতুনভাবে সমীক্ষা করে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত বুথের তালিকা জমা দিতে হবে। আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইমতোই।
  • Link to this news (বর্তমান)