উচ্চ মাধ্যমিকে নিয়োগ: মেধা তালিকা ২১ তারিখের মধ্যেই
বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের জন্য ২১ জানুয়ারি চূড়ান্ত লক্ষ্যমাত্রা রেখেছে স্কুল সার্ভিস কমিশন। আর কাউন্সেলিং শুরু করা হবে এমাসের শেষদিকেই। শুক্রবার কমিশন সূত্রে জানা গিয়েছে, ২২ জানুয়ারি থেকেই পরপর ছুটি পড়ছে। তাই এর আগেই তালিকা প্রকাশ করতে চায় তারা। ২৭ জানুয়ারি থেকে যাতে কাউন্সেলিং শুরু করা যায়, সেই চেষ্টাও চলছে। আদালতের নির্দেশে ১৫৪ জন প্রার্থীর মধ্যে থেকে ৪৬ জনের নতুন করে ইন্টারভিউ নিতে হয়েছে কমিশনকে। বৃহস্পতিবার ইন্টারভিউর পরে, লিস্ট তৈরির জন্য কমবেশি ১০ দিন হাতে রাখতে চাইছে তারা।