• বাঁকুড়ায় জনসভা অভিষেকের, শীত বাড়বে কলকাতায়? শনিবার কোন খবরে নজর?
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • জেলায় জেলায় ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোড়ায় সভা করবেন তিনি। সেই সভা থেকে কী বার্তা দেন অভিষেক? নজর থাকবে।

    মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। নজর থাকবে ইরানের খবরে।

    রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে ‘বেআইনি ভাবে’ তাদের কাজে হস্তক্ষেপ করেছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। পাল্টা মামলা করা হয়েছে পুলিশের তরফেও। অন্য দিকে এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি।

    কলকাতায় সপ্তাহের শেষে সারাদিনের গড় তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। নজর থাকবে আবহাওয়ার খবরে।

    মহিলা প্রিমিয়ার লিগে শনিবার (১০ জানুয়ারি) ডাবল হেডার। এ দিন প্রথমে মুখোমুখি হবে অ্যাশলে গার্ডনারের গুজরাট জায়ান্টস এবং মেগ ল্যানিংয়ের UP ওয়ারির্জ়। মজার বিষয়, দুই দলের অধিনায়কই অস্ট্রেলীয়। স্বাভাবিক ভাবেই দুই অজ়ি তারকার সামনে কিন্তু কঠিন লড়াই। এই ম্যাচটি হবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দুপুর তিনটে থেকে।

    প্রথম ম্যাচে স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে, পরের দিনই হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে জেমাইমা রদ্রিগেজের দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচটি সন্ধ্যে সাড়ে সাতটায় নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

  • Link to this news (এই সময়)