• নয়া হল্ট স্টেশন পাচ্ছে কাটোয়া, নাম ‘সুখদেব’
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • এই সময়, কাটোয়া: দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মতো এ বার নতুন হল্ট স্টেশন পাচ্ছে কাটোয়া। কাটোয়া ও দাঁইহাট স্টেশনের মধ্যে তৈরি হবে সুখদেব হল্ট। ইতিমধ্যে এই হল্ট নির্মাণের জন্য দরপত্র চাওয়া হয়েছে রেলের তরফে। কাজ সম্পূর্ণ হলে কাটোয়ার পানুহাট, একাইহাট, বিকিহাট এলাকার মানুষ উপকৃত হবে বিশেষ ভাবে। হল্ট নির্মাণের খবর পেয়ে খুশি স্থানীয়রা।

    কাটোয়া স্টেশন ও দাঁইহাট স্টেশনের মধ্যে একটি হল্ট স্টেশনের জন্য দাবি তোলা হয়েছিল একাধিক বার। বিকিহাট এলাকার বিশ্বশুক আশ্রমের তরফে প্রায় ৩০ বছর ধরে এই হল্ট স্টেশন তৈরির দাবি জানানো হচ্ছে। প্রত্যেক বছর দোলযাত্রার সময়ে দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই আশ্রমে। বছরের অন্য সময়ও মানুষের আনাগোনা থাকে। দাঁইহাট এবং কাটোয়ার মাঝখানে এই হল্ট স্টেশন হলে আশ্রমের যোগাযোগ অনেকে সহজ হবে, তাই ধারাবাহিক ভাবে আশ্রমের তরফে দাবি জানানো হয়েছে। সেই দাবি এ বার পূরণের পথে।

    রেলের তরফে বিশ্বশুক আশ্রমের প্রতিষ্ঠাতা শুকদেব ব্রহ্মচারীর নামে হল্ট স্টেশন নামাঙ্কিত হবে বলে জানা গিয়েছে। এই কাজের জন্য রেল ৭৯ লক্ষ ৮,৭৮৮ টাকার দরপত্র প্রকাশ করেছে। হনুমানলাঠিতলা এলাকার রেল ফটকের কাছে এই হল্ট স্টেশন তৈরি হবে বলে জানা গিয়েছে। কাটোয়ার স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য বলেন, ‘দাঁইহাট ও কাটোয়ার মধ্যে হল্ট স্টেশন তৈরির পরিকল্পনা বহু দিনের। এ বার সেই কাজ শুরু করতে চলেছে রেল দপ্তর।’ কাটোয়া ও দাঁইহাট স্টেশনের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এই হল্ট স্টেশন তৈরি হলে আশ্রম তো বটেই, মধ্যবর্তী এলাকার বহু মানুষ উপকৃত হবে।

    জানা গিয়েছে, কাটোয়া-ব্যান্ডেল শাখায় বর্তমানে ১৬টি হল্ট স্টেশন আছে। এই তালিকায় এ বার নতুন সংযোজন হতে চলেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘কাটোয়া-দাঁইহাটের মধ্যে হল্ট স্টেশন করা হবে। আপাতত দরপত্র চাওয়া হয়েছে।’ শুকদেব আশ্রমের বর্তমান মহারাজ শুকানন্দ মহারাজ বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই হল্ট স্টেশন তৈরি করার। দাবি পূরণ হতে চলেছে বলে আমরা খুশি।’ পরিচলন কমিটির সদস্য হীরক বিশ্বাস বলেন, ‘হল্ট স্টেশন তৈরি হলে ভক্তদের আসা–যাওয়া সহজ হবে। পাশাপাশি এলাকার মানুষেরও উপকার হবে।’

  • Link to this news (এই সময়)