ফের একবার ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য তুলে ধরলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহ্বান। শুক্রবার তিনি জানান, পাকিস্তানের সাংবিধানিক যে পরিবর্তন আনা হয়েছে, তার অন্যতম কারণ ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তানের জন্য ভালো যায়নি। সেই সময়ে পাকিস্তান তাদের অনেক ঘাটতি, ত্রুটি খুঁজে পেয়েছে।
গুজরাটে এক ১৫ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ আট জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিন জন নাবালিকার পরিচিত ছিল। ইতিমধ্যেই সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভাইপোকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকার দেবপুকুরের নতুনপাড়ায়। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। নিহত ব্যক্তির নাম ছোট্টু বাল্মীকি (১৫)।
দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নামল ৪.২ ডিগ্রি সেলসিয়াসে, যা মরশুমের শীতলতম। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা রাজধানী।
ফের একবার গ্রিনল্যান্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড নিয়ে তিনি কিছু একটা করবেন। যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।
শনিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ। মকর সংক্রান্তি পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর সভা করার কথা রয়েছে বাঁকুড়ার শালতোড়ায়। এ দিনের সভা থেকে তিনি কী বার্তা দেন, সেই দিকে সব নজর।