• রেলের রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার হবে AI, উত্তরবঙ্গ পাবে একাধিক নতুন ট্রেন
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • ২০২৬ সালে বিভিন্ন রকমের কাজে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে ভারতীয় রেল। এমন কথাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন বছরে যাত্রী নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিকাঠামোগত সংস্কারের মতো একাধিক কাজ করবে রেল। এর পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কথাও জানিয়েছেন রেলমন্ত্রী। দিল্লিতে আয়োজিত রেলের একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।

    ভারতীয় রেলে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গে রেলমন্ত্রী বলেছেন, ‘যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে নতুন পদ্ধতি এবং প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হবে। ২০২৬ সালের ৫২ সপ্তাহে ৫২ সংস্কার করা হবে। প্রযুক্তি এবং উদ্ভাবনীর জন্য স্ট্রাকচারাল মেথড আনা হবে। যাতে ভারতেরপ স্টার্ট আপ এবং ইনোভেটিভ মানসিকতা রেলের সঙ্গেও যুক্তি হয়। এর জন্য একটি টেকনোলজি ইনোভেশন পোর্টালও লঞ্চ করা হবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য পুরোদমে এআই ব্যবহার করা হবে।’

    এই ঘোষণার পাশাপাশি নতুন বছরে একাধিক নতুন ট্রেন লঞ্চ করবে ভারতীয় রেল। ১৭ জানুয়ারি উদ্বোধন করা হবে দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (স্লিপার)-এর। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে এই নতুন ট্রেন। এর পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল যাওয়ার এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করা হবে জানুয়ারি মাসেই। বালেশ্বর, ভুবনেশ্বর, পালাসা, ভাইজ়্যাগ, বিশাখাপত্তনম হয়ে যাবে এই ট্রেন। এ ছাড়াও আলিপুরদুয়ার, বালুরঘাট, রাধিকাপুর থেকে বেঙ্গালুরুর ট্রেন পরিষেবা শুরু হবে।

  • Link to this news (এই সময়)