• নেপাল বর্ডার দিয়ে ভিসা ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা, গ্রেপ্তার চিনা নাগরিক
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • বৈধ ভিসা এবং পাসপোর্টের নথি ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার এক চিনা নাগরিক। শুক্রবার উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় ভারত-নেপাল সীমান্ত দিয়ে প্রবেশের সময় এক মহিলাকে আটক করে SSB। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

    জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টার দিকে, ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন নৌতানওয়া এলাকার বৈরিয়া বাজারে একটি ফুটপাত দিয়ে ওই মহিলাকে ভারতে প্রবেশ করতে দেখা যায়। নিয়মিত তল্লাশির সময় নিরাপত্তা রক্ষীরা তাঁকে আটক করেন।

    একজন ঊর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, পরবর্তীতে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র না থাকার পর, সশস্ত্র সীমা বল (SSB)-এর কর্মীরা সন্দেহভাজন মহিলাকে পুলিশের হাতে তুলে দেন এবং তাঁরা তাঁকে গ্রেপ্তার করে।

    নৌতানওয়ার স্টেশন হাউস অফিসার (SHO) পুরুষোত্তম রাও জানান, তাঁর কাছ থেকে পাওয়া একটি স্লিপের ভিত্তিতে তাঁকে চিনের নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। ধৃতের নাম হুয়াজিয়া জি বলে জানিয়েছে পুলিশ। তবে ভাষাগত বাধার কারণে ওই মহিলার থেকে বিশেষ কিছু জানা যায়নি। দোভাষীর মাধ্যমে তাঁর উদ্দেশ্য কী জানতে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

  • Link to this news (এই সময়)