• ফের ১১ ডিগ্রির ঘরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা, মকর সংক্রান্তি পর্যন্ত জমাটি ঠান্ডার স্পেল বঙ্গে
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • গত দু’দিন সামান্য বেড়েছিল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাতে ফের নামে তাপমাত্রার পারদ। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, মরশুমের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি সেলসিয়াস কম।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মকর সংক্রান্তি পর্যন্ত শীতের জমাটি স্পেল চলবে বাংলায়। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যাবে। ঘন কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতাও। তবে বেলা বাড়লে আকাশ রোদ ঝলমলে হবে। অন্য দিকে কনকনে ঠান্ডা হাওয়ার কারণে হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শীতের ‘রিয়েল ফিল’ খাতায় কলমে রেকর্ড হওয়া তাপমাত্রার তুলনায় কমই হবে। গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য সকালে ঘন কুয়াশার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কাকদ্বীপ–কচুবেড়িয়া ফেরি ও ভেসেল পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    পাশাপাশি, ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গেও। কোচবিহার ও দুই দিনাজপুরে শীতের ‘রিয়েল ফিল’ খাতায় কলমে রেকর্ড হওয়া তাপমাত্রার তুলনায় কম হবে। পাশাপাশি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

    আগামী এক সপ্তাহে কলকাতার তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আগামী অন্তত ৪ দিন দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সকালের দিকে কুয়াশা ও শীতল হাওয়ায় ঠান্ডার অনুভূতি বাড়লেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    অন্য দিকে, অতি গভীর নিম্নচাপের প্রভাবে তামিলনাডু, পুদুচেরি ও কড়াইকলে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজধানী দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও রাজস্থানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

  • Link to this news (এই সময়)