আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই রয়েছে। কলকাতার আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াম। আর সেটা স্বাভাবিকের ২.৪ ডিগ্রি কম। ও দিকে আবার দমদমের অবস্থাও একই। কলকাতা সংলগ্ন এই জায়গার তাপমাত্রা আজ ১১.৩, যা কি না স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। এছাড়া হাওড়াতে আজ তাপমাত্রা ৯ ডিগ্রি। আর সল্টলেক ১২.৪ ডিগ্রি। এই তথ্যই বলে দেয় যে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ঠান্ডার ইনিংস এখনও চলছে।
কী অবস্থা দক্ষিণের অন্যান্য জেলার?
আজ আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি, বহরমপুরে ৮.৬ ডিগ্রি, বাঁকুড়ায় ৭.১, বর্ধমান ৮.৬ ডিগ্রি, ডায়মন্ডহারবার ১০.৫ ডিগ্রি, দিঘা ৯ ডিগ্রি, কৃষ্ণনগর ১০.২ ডিগ্রি ও শ্রীনিকেতন ৬.৬ ডিগ্রি।
উত্তরেও হাড় কাঁপানো ঠান্ডা চলছে
উত্তরবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট এখনও ভালই রয়েছে। তাই ঠান্ডা রয়েছে সর্বত্রই। যদিও দার্জিলিঙে সবথেকে বেশি শীত রয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৩.২ ডিগ্রি।
তবে শুধু দার্জিলিং উত্তরের সব জায়গারই মোটামুটি পরিস্থিতি একই। যেমন কোচবিহারে ১০.৬ ডিগ্রি, কালিম্পঙে ৮.৩ ডিগ্রি ও মালদায় ৯.৭ ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।
কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আজ এবং আগামিকাল আবহাওয়ার কোনও পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই। তবে তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
যদিও উত্তরবঙ্গে এখনই তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। সেখানে হাড় কাঁপানো শীত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
কুয়াশা নিয়ে সাবধান
এই কনকনে শীতে বিপদে ফেলছে কুয়াশা। পাহাড় থেকে সমতল, সর্বত্রই একই ছবি। বিশেষত, ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ছে সেই সময় কমছে দৃশ্যমানতা। তাই এই সময় যাঁরা গাড়ি বা বাইক চালাচ্ছেন, তাঁরা সাবধান হন। চেষ্টা করুন এই সময়টা যতটা সম্ভব বাইরে না বেরনোর। তাহলেই বিপদ এড়িয়ে যেতে পারবেন।