• তাপমাত্রা ৪.২ ডিগ্রি! আজ দিল্লিতে মরশুমের শীতলতম দিন
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ১০ জানুয়ারি: হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু দিল্লি। শনিবার সকালে মরশুমের শীতলতম সকাল উপভোগ করল রাজধানীবাসী। এদিন শহরের তাপমাত্রা নেমে এলো ৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা মরশুমের গড় তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি নীচে। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি। সেইসঙ্গে কুয়াশার দাপট অব্যাহত রাজধানীতে। যার ফলে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবা। বহু উড়ান দেরিতে চলাচল করছে।

    কিছুটা বেনজির ভাবেই গতকাল বৃষ্টি হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রাতারাতি এক ধাক্কায় আরও অনেকটা নেমে এলো তাপমাত্রা। যদিও এখনও রাজধানীতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যা দেখা গিয়েছিল গত বছরের ১৫ জানুয়ারি। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ৩.৩ ডিগ্রিতে।

    এদিকে, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে আরও শোচনীয় হয়ে উঠেছে দিল্লির বায়ু দূষণের মাত্রা। সকাল ৯টায় বাতাসের মান ‘খুব খারাপ’। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বাতাসের মানের সূচক বা একিউআই নথিভুক্ত হয়েছে ৩৬৬। যা মোটেই স্বাস্থ্যকর নয়। দূষণ মোকাবিলায় রাজধানীতে ইতিমধ্যে নানা বিধিনিষেধ জারি আছে।
  • Link to this news (বর্তমান)