উত্তরপাড়ায় নাবালিকা ধর্ষণে পাকড়াও ‘প্রেমিক’, এখনও অধরা তৃণমূল যুব নেতার ২ সঙ্গী
প্রতিদিন | ১০ জানুয়ারি ২০২৬
সুমন করাতি, হুগলি: বন্ধ কারখানায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এবার পুলিশের জালে তার ‘প্রেমিক’। সে-ও নাবালক বলেই জানা গিয়েছে। তৃণমূলের যুব নেতা দীপঙ্কর অধিকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার ফলে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে দীপঙ্করের আরও দুই সঙ্গী। তাদের খোঁজে চলছে তল্লাশি। এদিকে, শনিবার টিআই প্যারেড করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার বাসিন্দা বছর ষোলোর মেয়েটি তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতরে গিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ। সেখানে ধৃত যুবক সোনাই ওরফে দীপঙ্কর অধিকারী ও তার দুই বন্ধু মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে। উত্তরপাড়া ও হুগলি জেলার শাসকদলের একাধিক নেতার সঙ্গে যুবকের ছবি সোশাল মিডিয়ায় ঘুরছে। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের নেতা ইন্দ্রনীল দত্তর প্রতিক্রিয়া, “এরা তৃণমূল করে বলে মনে করেছে যা খুশি করব। ওদের দলের নেত্রী কাল ফাইল নিয়ে চলে এলেন। এসব দেখেই তো সাহস পাচ্ছে নিচুতলার কর্মীরা।”
এর আগে হিন্দমোটরের একটি ভেড়িতে মাছ চাষ করা এক ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারীকে। সেই হুমকির অডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। তাতে শোনা যায়, যুবক নিজেকে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি বলে পরিচয় দিচ্ছে। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল।’ এরপর ধর্ষণের অভিযোগে সেই যুবকই গ্রেপ্তার হওয়ায় দলের অস্বস্তি আরও বাড়ল বলেই বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার দল এখন ক্ষমতায় রয়েছে। তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতীরা ঢুকে পড়তেই পারে। কড়া হাতে আইনি পদক্ষেপ নিতে হবে। দল কখনও এমন অপকর্ম বরদাস্ত করে না।”