• শনি ও রবিবার ডেলিভারি চালু ডাকবিভাগের
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ এবং ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল ও নথি ডেলিভারির নয়া দু’টি পরিষেবা চালু করছে ডাক বিভাগ। প্রাথমিকভাবে ছ’টি মেট্রো শহরকে এই পরিষেবার আওতায় আনা হচ্ছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের সঙ্গে এই তালিকায় আছে কলকাতা। ডাক বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারির গ্যারান্টি দিচ্ছে তারা। বাস্তবে যদি তা সম্ভব না হয়, তাহলে পোস্টেজ বা ডাক পাঠানোর খরচের সম্পূর্ণ অংশই ফেরত দেওয়া হবে গ্রাহককে। কোন পোস্ট অফিস থেকে ওই পরিষেবা চালু হচ্ছে, তার তালিকা প্রকাশ করেছে ডাকবিভাগ। ফলে সেই ডাকঘরগুলিতে শনি ও রবিবারও ডেলিভারির কাজ চলবে। ২৪ ঘণ্টায় পরিষেবা দেওয়ার বুকিং নেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে ১৮টি ডাকঘরকে। ৪৮ ঘণ্টায় ডেলিভারি নিশ্চিত করছে যে পোস্ট অফিসগুলি, সেই তালিকায় আনা হয়েছে ২৯০টি ডাকঘরকে।
  • Link to this news (বর্তমান)