• ঐতিহ্য, পরম্পরাকে পাথেয় করে ৭০তম বার্ষিক উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • শীতের আবেশ গায়ে মেখে উচ্চাঙ্গ সঙ্গীতে মেতে ওঠার সুবর্ণ সুযোগ। উত্তরপাড়া সঙ্গীতচক্র আয়োজন করতে চলেছে ‘৭০–এ সুরের ধারা, স্বরের আলোয় উত্তরপাড়া’। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি গ্রাউন্ডে বসতে চলেছে যে আসর। টানা তিনদিন ধরে দেশের একাধিক গুণী শিল্পীর পারফরম্যান্স সামনাসামনি উপভোগ করার করার সুযোগ মেতে চলেছেন সঙ্গীতপ্রেমীরা। ওঙ্কারনাথ মিশন পরম্পরা রয়েছে অনুষ্ঠানের সহযোগিতায়। প্রত্যেক দিন বিকেল সাড়ে তিনটে থেকে রাত দশটা পর্যন্ত আয়োজিত হবে এই অনুষ্ঠান। এ বারের ৭০তম বার্ষিক উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনের মিডিয়া পার্টনার ‘এই সময় সংবাদপত্র’।

    অনুষ্ঠানের প্রথম দিনে পারফর্ম করতে চলেছেন প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত বিক্রম ঘোষ। এ বারে তবলাবাদক গৌরাঙ্গ সাহার শতবর্ষে তাঁর স্মরণে হবে অনুষ্ঠান। বিক্রম ঘোষের সঙ্গে যুগলবন্দিতে থাকবেন পণ্ডিত রনু মজুমদার (বাঁশি)। এ ছাড়া থাকবেন দেবাশিস ভট্টাচার্য (স্লাইড গিটার), সন্দীপন সমাজপতি (কণ্ঠ), সুপ্রতীক সেনগুপ্ত (সেতার), সাগ্নিক ভট্টাচার্য (কণ্ঠ)।

    দ্বিতীয় দিনেও রয়েছে দারুণ চমক। পণ্ডিত এল শঙ্কর (বেহালা), পণ্ডিত তরুণ ভট্টাচার্য (সেতার), পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (তবলা) ও রাঘব চট্টোপাধ্যায়ের (কণ্ঠ) অনুষ্ঠান। এর পাশাপাশি পারফর্ম করবেন উস্তাদ ওয়াসিম আহমেদ খান (কণ্ঠ)। ওডিশি ও কত্থকের ডুয়েট মেলে ধরবেন সুজাতা মহাপাত্র (ওডিশি) এবং ইন্দ্রাণী চট্টোপাধ্যায় (কত্থক)।

    এ ছাড়া অনুষ্ঠানের শেষ দিনে বিশেষ শ্রদ্ধা জানানো হবে প্রখ্যাত শিল্পী ও সুরকার সলিল চৌধুরীকে। পারফর্ম করবেন বিদূষী আরতি আঙ্কলেকারের (কণ্ঠ) পারফরম্যান্স। এর পাশাপাশি পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় (তবলা), পণ্ডিত লোকেশ আনন্দ (সানাই), অনির্বাণ রায় (বাঁশি), পণ্ডিত কৌশিক ভট্টাচার্য (কণ্ঠ) এবং জিনো ব্যাঙ্কস (ড্রাম)।

    ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজ়িকের প্রচার–প্রসারের লক্ষ্যে ১৯৫৭–এ পথচলা শুরু করেছিল উত্তরপাড়া সঙ্গীতচক্র। উস্তাদ বড়ে গুলাম খঁা, পণ্ডিত ভীমসেন যোশি, পণ্ডিত শিবকুমার শর্মা–সহ দেশের নানা কিংবদন্তি শিল্পীরা পারফর্ম করেছেন তাঁদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে। প্রত্যেক বছরই উচ্চাঙ্গ সঙ্গীতপ্রেমীদের পাশাপাশি রাজ্য তথা দেশ–বিদেশ থেকে অনেকে বিশেষ এই অনুষ্ঠানের সাক্ষী হতে হাজির হন। ঐতিহ্য, পরম্পরাকে পাথেয় করে এ বারের ৭০তম বার্ষিক উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনেও মানুষ মুগ্ধ হবেন বলেই প্রত্যাশা সকলের।
  • Link to this news (এই সময়)