• শিশুদের পাতে ডিম নেই, অঙ্গনওয়াড়ির দিদিমনি তালাবন্দি
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • এই সময়, বালুরঘাট: খাবারের মেনু থেকে ডিম উধাও। খিচুড়ি যা দেয়, তা মুখে তোলা যায় না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার নিয়ে চরম অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরে তপনে। এই ব্লকে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ দেখান শিশুদের অভিভাবকরা। তাঁদের অভিযোগ, শিশুদের পাতে নিয়মিত ডিম তো দূরের কথা, খিচুড়িতে কোনও শাকসবজি থাকে না। এরই প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি ভারতী রায়কে তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা।

    স্থানীয়দের অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি সেন্টারটি দিদিমনি নিজের খেয়াল খুশি মতো খোলেন। নিয়মিত উপস্থিতি নেই, খাবারের মানও অত্যন্ত নিম্নমানের। ৩০ জন পড়ুয়া ওই কেন্দ্রের উপর নির্ভরশীল হলেও তাদের পুষ্টির দিকটি সম্পূর্ণ উপেক্ষিত। ভবন্তী রায় নামে এক অভিভাবক বলেন, ‘শিশুদের খাবারে ডিম নেই, শাকসবজি নেই। দিদিমনি অনিয়মিত সেন্টার খোলেন। বাধ্য হয়েই আমরা প্রতিবাদ করেছি।’

    এ দিন ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকলে খবর যায় প্রশাসনের কাছে। দীর্ঘ কয়েক ঘণ্টা পরে এলাকায় পৌঁছন আইসিডিএস সুপারভাইজাররা। অভিযুক্ত দিদিমনিকে অন্যত্র সরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তপন থানার আইসি জনমারী ভিয়ানে লেপচা বলেন, ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি ঘটনা ঘটেছিল, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

  • Link to this news (এই সময়)