• সোনার দোকানে মদ্যপানের পরে গয়না চুরি, চোরের কীর্তিতে শোরগোল
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • দোকানে চুরি করতে গিয়েছিল চোরেরা। সঙ্গে নিয়ে গিয়েছিল মদের বোতল। চুরির আগে বা পরে দোকানে বসেই মদ্যপান করে তারা। এর পরে ৫০ লক্ষ টাকার সোনা চুরি করে চম্পট দেয়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার রেলবাজার এলাকায়। শুক্রবার রাতে সেখানে দু’টি বাজারে চুরি হয়। একটি সোনার দোকানে এবং অন্যটি ওষুধের দোকানে।

    সোনার দোকানের শাটার ভাঙা হয়। মালিকের দাবি, দোকান থেকে প্রায় অনেক গয়না চুরি গিয়েছে। দোকানে এক লক্ষ টাকা নগদ ছিল। তাও নিয়ে পালিয়ে গিয়েছে চোর। পাশাপাশি ওষুধের দোকানে পাওয়া গিয়েছে মদের বোতল। দোকানে বসে মদ্যপান করেছিল দুষ্কৃতীরা, সন্দেহ তদন্তকারীদের। সেখান থেকেও বেশ কয়েক হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ।

    সকালে উঠে এই ব্যবসায়ীদের নজরে আসে চুরির ঘটনা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শান্তিপুরে সম্প্রতি সময়ে মন্দির থেকে শুরু করে কয়েকটি দোকানে চুরি হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন।

  • Link to this news (এই সময়)