• গত ২০ বছরে জঙ্গলমহলে হাতির সংখ্যা বেড়েছে ৬ গুণ, আশার কথা শোনালেন মুখ্য বনপাল
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • জঙ্গলমহলে বেড়েছে হাতির সংখ্যা। শুধু হাতি নয়, অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যাও বেড়েছে। শনিবার এই খুশির খবর শোনালেন পশ্চিমচক্র (ওয়েস্টার্ন সার্কল)-এর মুখ্য বনপাল (সিসিএফ) এস কুণাল ডাইভাল।

    বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষার বার্তা জঙ্গলমহলবাসীর ঘরে ঘরে পৌঁছে দিতেই শনিবার সাতসকালে একটি সাইকেল র‍্যালির আয়োজন করল বন দপ্তর। মেদিনীপুর বনবিভাগের উদ্যোগে আয়োজিত এই সাইকেল ব়্যালিতে অংশ নিলেন এস কুণাল ডাইভাল, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি, মেদিনীপুর বন বিভাগের ডিএফও দীপক এম- সহ পুলিশ, প্রশাসন ও বনদপ্তরের পদস্থ আধিকারিকরা।

    শনিবার সকাল ৮টায় মেদিনীপুর শহরের রাঙামাটির রূপনারায়ণ বন বিভাগের কার্যালয় থেকে শুরু হয় এই সাইকেল র‍্যালি। গোপগড়, গুড়গুড়িপাল, চাঁদড়া, কলসিভাঙা দিয়ে শালবনীর পিড়াকাটা রেঞ্জ অফিসে শেষ হয় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল র‍্যালি।

    মুখ্য বনপাল বলেন, ‘পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিয়ে এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। আশার কথা হলো, জঙ্গলমহলবাসী এই বিষয়ে অনেক সচেতন। আর সে জন্যই ২০০৫ সালে যেখানে পশ্চিম মেদিনীপুরে হাতির সংখ্যা ছিল ৪০, এখন তা বেড়ে হয়েছে ২৪০টি (ঝাড়গ্রাম সহ)। শুধু হাতি নয় নেকড়ে, শিয়াল-সহ বেশিরভাগ বন্যপ্রাণীর সংখ্যাই বেড়েছে।’ তবে জঙ্গলে ‘আগুন’ ধরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে যে বনদপ্তর চিন্তিত, তা আগেও জানিয়েছেন সিসিএফ। এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)