• বাংলায় ফের এসআইআর শুনানিতে গিয়ে মৃত্যু
    আজকাল | ১০ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এসআইআর শুনানিতে গিয়ে হৃদরোগে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। মৃতের নাম কাঞ্চন কুমার মন্ডল। তার বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, শুনানির নোটিস পেয়ে শনিবার তিনি বীরভূমের রামপুরহাট -১ ব্লক অফিসে গিয়েছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, নোটিস পেয়ে তিনি চিন্তায় ছিলেন। সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

    এই ঘটনাকে ঘিরে রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই ব্লক অফিস চত্বরে ভিড় জমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাঞ্চনকুমার মণ্ডল নির্ধারিত শুনানির সময়ের আগেই ব্লক অফিসে পৌঁছেছিলেন। সাইকেল নিয়ে তিনি অফিস চত্বরে ঢোকার পর আচমকাই অসুস্থ বোধ করেন। 

    রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয়কৃষ্ণ মণ্ডল জানান, এলাকার ১২৮ নম্বর পার্টে এসআইআর সংক্রান্ত শুনানি ছিল। কাঞ্চনবাবু ব্লক অফিসে এসে তাঁর কাছে লাইনের দিক জানতে চান এবং কাগজপত্র সঙ্গে এনেছেন কি না সে বিষয়ে কথা বলছিলেন। ঠিক সেই সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তাঁর অভিযোগ, এই মৃত্যুর জন্য সম্পূর্ণ নির্বাচন কমিশন দায়ী এবং এসআইআর প্রক্রিয়াই এই মৃত্যুর নেপথ্যে রয়েছে।

    পরিবারের সদস্যদের দাবি, কাঞ্চনবাবু হৃদরোগী ছিলেন না এবং তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন। তবে এসআইআর শুনানির নোটিস পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। মৃতের জামাই উত্তমকুমার রুজ বলেন, শুনানিতে কেন ডাকা হয়েছিল তা তাঁরা স্পষ্ট জানতেন না, কিন্তু বিষয়টি নিয়ে কাঞ্চনবাবু দুশ্চিন্তায় ছিলেন।

    বর্তমানে মৃতের পরিবার শোকের ছায়ায় আচ্ছন্ন। স্বজনহারা পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এলাকাবাসীর একাংশের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।

    বিষয়টি নিয়ে বীরভূম জেলা প্রশাসনের রামপুরহাট মহকুমা শাসকের তরফে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বিডিও নিজে উপস্থিত ছিলেন। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

    বারবার সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন এবং কেন্দ্রে বিজেপি সরকারকেই দায়ী করেছে। তাদের দাবি, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন এবং তার ফলেই এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে।

    এই প্রসঙ্গে রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের হঠকারিতার ফলশ্রুতি হিসেবেই এই ধরনের ঘটনা ঘটছে। মানুষ আতঙ্কিত ও অবসাদগ্রস্থ হয়ে পড়ছেন। স্বাভাবিকভাবেই মৃত্যুর ঘটনা ঘটছে। যাদের হার্ট দুর্বল তাঁরা এই কারণে আশঙ্কিত হয়ে মারা যাচ্ছেন। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। সামান্য নামের ভুলের কারণেও অনেককে শুনানিতে ডাকা হচ্ছে এর ফলেই এই ধরনের ঘটনা বার বার ঘটছে। এগুলো বৈধ ভোটারকে অবৈধ ভোটার করার চক্রান্ত বলে তিনি অভিযোগ করেন।
  • Link to this news (আজকাল)