শিয়ালদা-হাওড়া থেকে চলবে অমৃত ভারত এক্সপ্রেস, টাইম টেবিল দেখে নিন
আজ তক | ১০ জানুয়ারি ২০২৬
ভোটের আগে বাংলার রেলপ্রেমীদের জন্য একের পর এক দুর্দান্ত সুখবর। দিনকয়েক আগেই জানা গিয়েছিল হাওড়া থেকে চালানো হচ্ছে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। আর এবার জানা গেল, কমপক্ষে ৬টি অমৃত ভারত এক্সপ্রেস চলবে বাংলায়। এরমধ্যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস চলবে হাওড়া ও শিয়ালদা থেকেই। পূর্ব রেলের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এবার দেখে নেওয়া যাক, হাওড়া ও শিয়ালদা থেকে কোন রুটে এই ট্রেন দুটি চলবে। পাশাপাশি ট্রেনের সময়সূচিও দেখে নেওয়া যাক-
শিয়ালদা-বারাণসী রুট:
সপ্তাহে তিন দিন শিয়ালদা-বারাণসী রুটে চলবে অমৃত ভারত এক্সপ্রেস। শিয়ালদা থেকে সোমবার, বুধবার ও শনিবার ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে। সেটি বেনারস গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৭টা বেজে ২০ মিনিটে।
অন্যদিকে, ফিরতি পথে ট্রেনটি বারাণসী থেকে ছাড়বে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত ১০টা বেজে ১০ মিনিটে। সেটি শিয়ালদা এসে পৌঁছবে পরের দিন সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে।
এই রুটে চালু হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস। সপ্তাহে একদিন করে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি যাবে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত ১১টা বেজে ১০ মিনিটে। সেটি আনন্দ বিহার স্টেশনে পৌঁছবে শনিবার মধ্যরাত ২টো বেজে ৫০ মিনিটে।
উল্টোদিক থেকে প্রতি শনিবার ভোর ৫টা বেজে ১৫ মিনিটে আনন্দ বিহার স্টেশন থেকে ছেড়ে, ট্রেনটি হাওড়া এসে পৌঁছবে রবিবার সকাল ১০টা বেজে ৫০ মিনিটে।