'গুপ্ত কাগজ বেরোলে অভিষেক ফেঁসে যেতেন...,' মমতাকে তীব্র আক্রমণ গিরিরাজের
আজ তক | ১০ জানুয়ারি ২০২৬
ED অভিযানের সময়ে I-PAC ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে আসার ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর প্রশ্ন, 'কী এমন গুপ্ত জিনিস রয়েছে ওই ফাইলে? আপনি কি ভয় পাচ্ছিলেন, ওই গুপ্ত জিনিস বেরিয়ে পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাবেন।'
শনিবার বাংলা নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন গিরিরাজ সিং। তিনি বলেন, 'বাংলার প্রতিটি মানুষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী। এমন মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত দেখেছেন কখনও? কোনও মুখ্যমন্ত্রী ED-র হাত থেকে সব কাগজ চুরি করে নিয়ে আসেন এভাবে? উনি নিজেই সব কাগজ নিয়ে এলেন আর বললেন ED নাকি তাঁর দলের সব স্ট্র্যাটেজি চুরি করে নিয়েছে। চোরের মায়ের বড় গলা!'
এরপরই তিনি বলেন, 'ওঁর ভয় ছিল। গুপ্ত কাগজ বেরিয়ে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাবেন। সে কারণেই ওখানে গিয়ে সমস্ত কাগজ চুরি করে নিয়ে আসেন। এত বড় ডাকাত! DGP-কে নিয়ে কাগজ চুরি করতে গিয়েছিলেন। কেন চুরি করতে হল? কী এমন ছিল ওতে? উল্টে অমিত শাহকে গালাগাল করছেন। তাঁকে গালাগাল করে আপনি পার পাবেন না।'
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশে পরিণত করতে চাইছেন বলে মন্তব্য করেন গিরিরাজ সিং। তিনি বলেন, 'বাংলাদেশকে অনুপ্রবেশকারীদের রাজ্য বানিয়ে ফেলেছেন। এমন কোনও জেলা নেই যেখানে হিন্দুরা ভীত নয়। তবে এই ভয় বের করে হিন্দুদের এগিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে।'
এদিকে, এই ED হানা নিয়ে এক্স হ্যান্ডল একটি বিবৃতি দিয়ে I-PAC জানিয়েছে, তদন্তে সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত। যদিও এই ধরনের ED তল্লাশিকে 'অত্যন্ত দুর্ভাগ্যের দিন এবং উদ্বেগের বিষয়' বলেও উল্লেখ করেছে I-PAC।