বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ, বঙ্গে প্রভাব পড়বে কি?
বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
কলকাতা, ১০ জানুয়ারি: বঙ্গে অব্যাহত শীতের দাপট। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সামান্য কমল তাপমাত্রা। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১.৫ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত কয়েকদিন রাজ্যের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে বলে অনুমান। ফলে মকর সংক্রান্তি পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।
এদিকে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা আজ, শনিবার শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। তবে পরোক্ষভাবে উত্তুরে হাওয়ার দাপট কিছুটা হলেও বাড়বে। এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর।