• বারাকপুরে কাকার হাতে খুন ভাইপো
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পারিবারিক অশান্তির জেরে কাকার হাতে খুন হল ভাইপো। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাকপুরের দেবপুকুর এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, নিহতের নাম প্রবীণ বাল্মিকী। বছর ১৬ বছর বয়স। গতকাল রাতে কাকা সুন্দর বাল্মিকী তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপান বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় এই কিশোরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত কাকা সুন্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাকা ও ভাইপোর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। তারই জেরে এই ঘটনা।
  • Link to this news (বর্তমান)