• চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আশঙ্কাজনক চার শ্রমিক
    বর্তমান | ১০ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়েবাড়ির জন্য বাজি তৈরীর সময় ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে গুঁড়িয়ে গেল কারখানা। জখম হয়েছেন চার শ্রমিক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। আহতদের চিকিৎসা চলছে বারুইপুরের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।বাজির জন্য চম্পাহাটির হাড়াল গ্রামের যথেষ্ট নামডাক আছে। প্রশাসনের তরফে নানা ব্যবস্থা নেওয়া হলেও দুর্ঘটনা এখানে লেগেই থাকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ছোটাছুটি শুরু করে দেন আতঙ্কিত মানুষজন। তারপর দেখা যায় বাগানের মধ্যে থাকা একটি কারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে। ফলে বুঝতে কারও অসুবিধা হয়নি, সেখানেই ঘটেছে দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানাটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে বারুইপুর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে।জানা গিয়েছে, কারখানাটির বৈধ লাইসেন্স ছিল। দীর্ঘদিন ধরে এই এলাকায় বাজি ব্যবসা করছেন কারখানার মালিক বিধান নস্কর। অদক্ষ হাতে কাজ করার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
  • Link to this news (বর্তমান)