সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিড়ে মিশে রামমন্দিরের ভিতরে ঢুকে নমাজ পড়ার চেষ্টা প্রৌঢ়ের। ঘটনা নজরে পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটকালো পুলিশ। শুক্রবার দুপুর দুটো নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে অযোধ্যার রামমন্দিরে। বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বাড়ানো হয়েছে মন্দিরের নিরাপত্তা।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম আহমেদ শেখ। তিনি জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার বাসিন্দা। আধিকারিকদের দাবি অনুযায়ী, শুক্রবার দুপুরে অন্যান্য পুন্যার্থীদের সঙ্গে মিশে রামমন্দিরে প্রবেশ করেন ৫৫ বছরের ওই প্রৌঢ়। প্রথমে মন্দিরে ঢুকে আশেপাশে ঘুরে দেখার পর তিনি সীতা রসোইয়ের কাছে গিয়ে বসেন। সেখানেই চাদর বিছিয়ে নমাজ পড়ার প্রস্তুতি নেন আহমেদ। ঘটনা নজরে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে আসেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে আটক করা হয় নিরাপত্তারক্ষীদের তরফে। এর পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নিরাপত্তারক্ষীদের অভিযোগ, আটক করার পর ধর্মীয় স্লোগান দিতে শুরু করেন ওই ব্যক্তি। তাঁকে আটক করার পরই নিরাপত্তারক্ষীদের তরফে খবর দেওয়া হয় পুলিশ সিআরপিএফ, এসএসএফ-সহ অন্যান্য এজেন্সিগুলিকে। আপাতত অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ধর্মীয় বিদ্বেষ বাড়াতেই রামমন্দিরে পা রেখেছিলেন অভিযুক্ত। তাঁর অযোধ্যায় আসার উদ্দেশ্য, তাঁর সঙ্গে অন্য কেউ রয়েছেন কিনা সবটা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তরফে জানা গিয়েছে, রামমন্দিরে আসার আগে আজমির ভ্রমণ করছিলেন আহমেদ। উল্লেখ্য, আগামী সপ্তাহে মকর সংক্রান্তি। সেই উপলক্ষে জরকদমে প্রস্তুতি শুরু হয়েছে অযোধ্যায়। অনুমান করা হচ্ছে, বিপুল সংখ্যক মানুষ এই সময় এখানে আসবেন। তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।