• SIR শুনানির নোটিস পেয়েই কোমায়! ৬ দিন পর মৃত্যু সোদপুরের বৃদ্ধার
    প্রতিদিন | ১০ জানুয়ারি ২০২৬
  • অর্ণব দাস, বারাকপুর: ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে। শুনানির নোটিস পাওয়ার পর ব্রেন স্ট্রোক। ৬ দিন কোমায় থাকার পর মৃত্যু সোদপুরের বৃদ্ধার। এই মৃত্যুর দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে তোপ তৃণমূলের। পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

    মৃতার নাম অলকা বিশ্বাস। বয়স ৭৫ বছর। তিনি উত্তর ২৪ পরগনার ঘোলার বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তালবান্দা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। ৪ জানুয়ারি বৃদ্ধার বাড়িতে শুনানির নোটিস আসে। পরিবারের দাবি, এই নোটিস পাওয়ার পরই চেয়ার থেকে পড়ে যান। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বৃদ্ধা। রবিবার দিনই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। কোমায় চলে যান তিনি। ছয় দিনের মাথায় আজ, শনিবার তাঁর মৃত্যু হয়েছে। বৃদ্ধার মৃত্যুর খবর আসার পরই শোকের ছায়া এলাকায়।

    খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যান খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও বিলকান্দা পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস। সেখানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তাঁরা। তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআরের কারণেই অলকাদেবীর মৃত্যু হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “এসআইআর শুনানির নোটিস পাওয়ার পরই বৃদ্ধা চেয়ার থেকে পড়ে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন। আজ, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ২০০২ সালে নাম থাকার পরও শুনানির নোটিস আসছে। মৃত্যু মিছিল শুরু হয়েছে। এসআইআর ভয়ংকর পরিবেশ তৈরি করা হয়েছে।” উপপ্রধান প্রবীর দাস বলেন, “এই মৃত্যুর দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আমরা বৃদ্ধার পরিবারের পাশে আছি।”
  • Link to this news (প্রতিদিন)