ময়নায় জমি দখল রুখতে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতা, পোস্টে বেঁধে মার!
প্রতিদিন | ১০ জানুয়ারি ২০২৬
রঞ্জন মহাপাত্র, কাঁথি: তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ, লাম্পপোস্টে বেঁধে গণপিটুনি! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। শাসক ও বিরোধীরা একে অপরের দিকে আক্রমণ করেছে। ময়না থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবারের রাতের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন দাস আক্রান্ত হয়েছেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, গতকাল, শুক্রবার রাতে সন্দীপন দাস ও কয়েকজন খেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেসময় দেখা যায়, স্থানীয় একটি মসজিদের সামনের কিছু অসামাজিক ব্যক্তি জোর করে জমি দখলের চেষ্টা করছিল! সেই ঘটনাটি দেখে সন্দীপন ও অন্যান্যরা ওই ব্যক্তিদের সেই কাজ করতে বারণ করেন। সন্দীপনের সঙ্গে অভিযুক্তদের তর্কাতর্কি, বচসা বাঁধে। অভিযোগ, এরপরই ওই নেতাকে ধরে মারধর শুরু হয়। এলাকার ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।
প্রায় আধঘণ্টা পর ওই তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমানের তমলুকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ময়না থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল নেতারা সবসময় তোলা তুলতে ব্যস্ত। আতাউর নামক একজন গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার নামে তোলা চেয়েছিল ওই বন ও ভূমি কর্মাধ্যক্ষ। সেই টাকা না পেয়ে বাড়ি ভাঙচুর করতে যান সন্দীপন! তখনই স্থানীয়রা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই এলাকায় জমি জোর করে দখলের চেষ্টা রুখতে যাওয়ায় এই ঘটনা। রাতের ওই ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে খবর।