• কোচবিহারের পরে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ
    এই সময় | ১০ জানুয়ারি ২০২৬
  • এ বার বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ। অনাস্থা প্রস্তাব আনার প্রায় ২০ দিন পরে শনিবার দুপুরে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোককুমার মিত্র বোর্ড অফ কাউন্সিলরস (BOC) মিটিংয়ে নিজের পদত্যাগপত্র পেশ করেন। সেখানে সর্বসম্মতিক্রমে পদত্যাগপত্র গৃহীত হয়। পদত্যাগপত্র গ্রহণের পরেই পুরসভা থেকে বেরিয়ে যান তিনি। তার সঙ্গে ছিলেন তাঁর অনুগামী ৬-৭ জন কাউন্সিলার। এ দিনই কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ ঘোষও।

    বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোককুমার মিত্রের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর অনাস্থা প্রস্তাব আনেন পুরসভার তৃণমূলের ১৪ জন বিদ্রোহী কাউন্সিলার। অনাস্থার জেরে গত ৩১ ডিসেম্বর তিনি বালুরঘাট সদর মহকুমা শাসকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। তবে অভিযোগ ওঠে, মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র দিলেও আইনে কিছু ত্রুটি ছিল। এই পরিস্থিতিতে গত ৬ জানুয়ারি বিদ্রোহী কাউন্সিলারদের মধ্যে তিন জন এই অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক ডাকেন।

    শনিবার দুপুরে সেই বৈঠকেই বালুরঘাট পুরসভার চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করেন অশোককুমার মিত্র। বৈঠকে ধ্বনিভোটের মাধ্যমে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এর ফলে শনিবার থেকেই বালুরঘাট পুরসভা চেয়ারম্যানহীন হয়ে পড়ল। পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগের জন্য বৈঠক ডাকা হবে। অন্য দিকে, পদত্যাগের পরে বিদ্রোহী কাউন্সিলারা ফের আলাদা করে বৈঠকে বসেছেন বলে জানা গিয়েছে।

    পদত্যাগপত্র প্রসঙ্গে অশোককুমার মিত্র সাংবাদিকদের বলেন, ‘আগেই আমি মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র দিয়েছিলাম। আজ বিওসি মিটিংয়ে দলের নির্দেশ মেনে আমি আমার পদত্যাগপত্র পেশ করি। সেখানে সর্বসম্মতিক্রমে আমার ইস্তফাপত্র গৃহীত হয়েছে।’

    অন্যদিকে এ বিষয়ে বালুরঘাট পুরসভার এক্সিকিউটিভ অফিসার অজয়কুমার প্রসাদ বলেন, ‘অশোককুমার মিত্রের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আজ থেকে পুরসভার চেয়ারম্যান পদ ফাঁকা। নিয়ম অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যেই নতুন চেয়ারম্যান বাছাইয়ের যে প্রক্রিয়া তা শুরু হবে।’

  • Link to this news (এই সময়)